নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে অনন্য উদাহরণ স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান।
বুধবার দিনে ও মঙ্গলবার দিবাগত রাতভর তিনি উপজেলার ৩৪ টি পূজা মন্ডপ পরিদর্শন করেন।
প্রতিটি মন্ডপে সরেজমিন খোঁজখবর নিয়ে তিনি দেখেন নিরাপত্তার কোনো ঘাটতি আছে কিনা, দায়িত্ব পালনে অবহেলা হচ্ছে কি না, অথবা জরুরি ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে কিনা। তার দায়িত্বশীল উদ্যোগে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই সন্তুষ্টি প্রকাশ করেছেন। অনেকেই তাকে সোনারগাঁয়ে প্রকৃত “অভিভাবক” হিসেবে অভিহিত করেছেন।
ইউএনও ফারজানা রহমানের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বেড়েছে সাধারণ মানুষের প্রত্যাশা।
এই তদারকিতে তার সঙ্গে ছিলেন- সহকারি কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান, সহকারী কমিশনার ভূমি( কাঁচপুর অঞ্চল) ফাইরুজ তাসনিম,সোনারগাঁ থানা পুলিশ, আনসার বিডিপি কর্মকর্তা প্রমুখ।
উপজেলার বারদী শ্রী শ্রী লোকনাথ ভ্রম্যচারী পূজা মন্ডপ এবং পঞ্চমীঘাট পোদ্দার বাড়ী পূজা মন্ডপসহ ৩৪ টি পূজা মন্ডপে ইউএনও নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন। যেকোনো প্রয়োজনে নিজে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছেন। স্থানীয়রা আশাবাদ ব্যক্ত করেছেন যে, তার তদারকির কারণে এবারের পূজা উদযাপন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।