ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

একটি দল ধর্মকে ব্যবহার করে ফায়দা লুটতে চায়

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:৪৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ২৮ বার দেখা হয়েছে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লাকসাম পৌরসভা ও মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন  ৪৮টি পূজা মন্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম। মঙ্গল ও বুধবার দুই উপজেলার এসব ইউনিয়ন  বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন কেন্দ্রীয় বিএনপি নেতা আবুল কালাম। এ সময় পূজা মণ্ডপে আগত দর্শনার্থীদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। পূজা মন্ডপে শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, “একটি দল ধর্মকে ব্যবহার করে ফায়দা লুটতে চায়। তারা ভোটের বিনিময়ে বেহেশতের টিকিট বিক্রি করছে।

বিশেষ করে নারীদের টার্গেট করে কুসংস্কৃতি ছড়াচ্ছে। এসব ভণ্ডামির বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। আমাদের ধর্ম আলাদা হলেও আমরা সবাই এক ও অভিন্ন।”আবুল কালাম আরও বলেন, “পার্বত্য চট্টগ্রামের যে অরাজকতা তা নির্বাচন বানচালের ষড়যন্ত্র। অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণার পর যখন সুষ্ঠু নির্বাচনের পথে দেশ অগ্রসর হচ্ছে, তখন পিআরসহ নানা ষড়যন্ত্র শুরু করেছে একটি দল। কিন্তু জনগণ তাদের এ ষড়যন্ত্র সফল হতে দেবে না।”এ সময় লাকসামউপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী, সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলন, লাকসাম পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমদ, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, যুগ্ম সম্পাদক রাফসানুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মশু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক,সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া লাকসাম পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি টাবলু সাহা, সাধারণ সম্পাদক বিশ্বতম সাহা বিশু ও রমেন্দ্র ভট্টাচার্যও এ সময় উপস্থিত ছিলেন।

শাহজালালে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে তদন্ত কমিটি

একটি দল ধর্মকে ব্যবহার করে ফায়দা লুটতে চায়

প্রকাশিত : ০৬:৪৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লাকসাম পৌরসভা ও মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন  ৪৮টি পূজা মন্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম। মঙ্গল ও বুধবার দুই উপজেলার এসব ইউনিয়ন  বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন কেন্দ্রীয় বিএনপি নেতা আবুল কালাম। এ সময় পূজা মণ্ডপে আগত দর্শনার্থীদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। পূজা মন্ডপে শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, “একটি দল ধর্মকে ব্যবহার করে ফায়দা লুটতে চায়। তারা ভোটের বিনিময়ে বেহেশতের টিকিট বিক্রি করছে।

বিশেষ করে নারীদের টার্গেট করে কুসংস্কৃতি ছড়াচ্ছে। এসব ভণ্ডামির বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। আমাদের ধর্ম আলাদা হলেও আমরা সবাই এক ও অভিন্ন।”আবুল কালাম আরও বলেন, “পার্বত্য চট্টগ্রামের যে অরাজকতা তা নির্বাচন বানচালের ষড়যন্ত্র। অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণার পর যখন সুষ্ঠু নির্বাচনের পথে দেশ অগ্রসর হচ্ছে, তখন পিআরসহ নানা ষড়যন্ত্র শুরু করেছে একটি দল। কিন্তু জনগণ তাদের এ ষড়যন্ত্র সফল হতে দেবে না।”এ সময় লাকসামউপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী, সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলন, লাকসাম পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমদ, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, যুগ্ম সম্পাদক রাফসানুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মশু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক,সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া লাকসাম পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি টাবলু সাহা, সাধারণ সম্পাদক বিশ্বতম সাহা বিশু ও রমেন্দ্র ভট্টাচার্যও এ সময় উপস্থিত ছিলেন।