নাটোরের মাধনগর রেলস্টেশনে পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৪টার দিকে মাধনগর রেলস্টেশনে পৌঁছালে ট্রেনটির একটি বগির নিচে চাকার কাছে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পরে সন্ধ্যা ৭টার পর ৩ ঘণ্টা বিলম্বে ট্রেনটি রাজশাহীর উদ্দেশে পুনরায় যাত্রা শুরু।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি মাধনগর স্টেশনে ঢোকার কিছুক্ষণ পরই বগির নিচ থেকে ধোঁয়া ও আগুনের স্ফুলিঙ্গ দেখা যায়। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে রেলওয়ের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং মেরামতের কাজ শুরু করে।
প্রত্যক্ষদর্শী সাইদুল ইসলাম জানান, বিকট শব্দের পর আগুন দেখা দিলে সবাই ভয়ে চিৎকার করতে থাকেন। পরে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
এদিকে দীর্ঘ সময় ট্রেন বন্ধ থাকায় যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। এ সময় নাটোর ও আব্দুলপুর স্টেশনে রাজশাহীগামী যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে।
আব্দুলপুর থেকে রাজশাহীগামী যাত্রী আসমা খাতুন বলেন, বিকেল ৪টার সময় ছোট বাচ্চা নিয়ে স্টেশনে এসেছি। বাচ্চা নিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করা কষ্টকর। শুনলাম ট্রেনের বগিতে কি যেন সমস্যা হয়েছে। দেরি হলে সে তথ্য আগে জানতে পারলে যাত্রীদের আর ভোগান্তি হয় না।
মাধনগর রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. আজিজুল ইসলাম বলেন, ট্রেনটি স্টেশনে প্রবেশের পর ট্রেন পরিচালক জানান দ্রুতগতিতে চালালে একটি বগিতে আগুন ধরে যাচ্ছে। পরে ত্রুটিযুক্ত বগিটি আলাদা করে রাখা হয়। প্রায় তিন ঘণ্টা বিলম্বে সন্ধ্যা ৭টার দিকে ট্রেনটি রাজশাহীর উদ্দেশে পুনরায় যাত্রা শুরু করে।