ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:৫৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • ৩ বার দেখা হয়েছে

প্রায় ৫০ কোটি টাকা আয়কর ফাঁকির প্রমাণ পাওয়ায় সাবেক সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন এবং তার স্ত্রী ফারহানা সাঈদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের বিভাগের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট ওই ব্যাংক হিসাব জব্দ করেছে। গোয়েন্দা ইউনিটের মহাপরিচালক মোহাম্মদ আবদুর রকিব এসব তথ্য নিশ্চিত করেছেন।

আয়কর গোয়েন্দা সূত্রে জানা যায়, সাঈদ খোকন ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রাথমিকভাবে প্রায় ৫০ কোটি টাকার আয়কর ফাঁকির প্রমাণ পাওয়া গেছে। তারা এফডিআর, আবাসিক ও বাণিজ্যিক ভবন, দোকানসহ কয়েকটি খাতে আয়ের তথ্য আয়কর বিবরণীতে গোপন করেছেন। তদন্ত চলমান রয়েছে। ফাঁকির পরিমাণ বাড়তে পারে। ফাঁকির প্রমাণ পাওয়ায় দুইজনের নামে থাকা সব ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

এর আগে চলতি বছরের ১০ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সাঈদ খোকন, তার মা শাহানা হানিফ, স্ত্রী ফারহানা সাঈদ ও স্বজন জাবেদ আহমেদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন।

সাবেক মেয়র ও ঢাকা-৬ আসনের সাবেক এমপি সাঈদ খোকন, তার স্ত্রী ফারহানা সাঈদ ও মা শাহানা হানিফের নামে থাকা তিনটি পারপেচ্যুয়াল বন্ড হিসাবের লেনদেন অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব বন্ডে মোট ৯০ কোটি টাকার বিনিয়োগ রয়েছে।

আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট শাহানা হানিফ, মোহাম্মদ সাঈদ খোকন ও জাবেদ আহমেদ, ফাতেমা খাতুনের নামে পরিচালিত ব্যাংক হিসাবগুলোতে অস্বাভাবিক লেনদেনের অভিযোগসহ সাঈদ খোকনসহ অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে নানাবিধ দুর্নীতির অভিযোগ রয়েছে। মোহাম্মদ সাঈদ খোকন তার পদের অপব্যবহার করে ও রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ও বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন বলে তথ্য পাওয়া যাচ্ছে।

৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ

প্রকাশিত : ০২:৫৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

প্রায় ৫০ কোটি টাকা আয়কর ফাঁকির প্রমাণ পাওয়ায় সাবেক সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন এবং তার স্ত্রী ফারহানা সাঈদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের বিভাগের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট ওই ব্যাংক হিসাব জব্দ করেছে। গোয়েন্দা ইউনিটের মহাপরিচালক মোহাম্মদ আবদুর রকিব এসব তথ্য নিশ্চিত করেছেন।

আয়কর গোয়েন্দা সূত্রে জানা যায়, সাঈদ খোকন ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রাথমিকভাবে প্রায় ৫০ কোটি টাকার আয়কর ফাঁকির প্রমাণ পাওয়া গেছে। তারা এফডিআর, আবাসিক ও বাণিজ্যিক ভবন, দোকানসহ কয়েকটি খাতে আয়ের তথ্য আয়কর বিবরণীতে গোপন করেছেন। তদন্ত চলমান রয়েছে। ফাঁকির পরিমাণ বাড়তে পারে। ফাঁকির প্রমাণ পাওয়ায় দুইজনের নামে থাকা সব ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

এর আগে চলতি বছরের ১০ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সাঈদ খোকন, তার মা শাহানা হানিফ, স্ত্রী ফারহানা সাঈদ ও স্বজন জাবেদ আহমেদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন।

সাবেক মেয়র ও ঢাকা-৬ আসনের সাবেক এমপি সাঈদ খোকন, তার স্ত্রী ফারহানা সাঈদ ও মা শাহানা হানিফের নামে থাকা তিনটি পারপেচ্যুয়াল বন্ড হিসাবের লেনদেন অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব বন্ডে মোট ৯০ কোটি টাকার বিনিয়োগ রয়েছে।

আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট শাহানা হানিফ, মোহাম্মদ সাঈদ খোকন ও জাবেদ আহমেদ, ফাতেমা খাতুনের নামে পরিচালিত ব্যাংক হিসাবগুলোতে অস্বাভাবিক লেনদেনের অভিযোগসহ সাঈদ খোকনসহ অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে নানাবিধ দুর্নীতির অভিযোগ রয়েছে। মোহাম্মদ সাঈদ খোকন তার পদের অপব্যবহার করে ও রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ও বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন বলে তথ্য পাওয়া যাচ্ছে।