ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

আসছে রয়্যাল এনফিল্ডের ই-বাইক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:১৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ৬ বার দেখা হয়েছে

রয়্যাল এনফিল্ড- এই নামের সঙ্গে মিশে আছে রাজকীয় লুক, আইকনিক এক্সহস্ট সাউন্ড এবং শতাব্দীর পুরোনো ঐতিহ্য। কিন্তু এই ঐতিহ্যবাহী বাইকটি যখন নীরবে ছুটে বেড়াবে, তখন কেমন হবে? এবার রোমাঞ্চকর এমন ঘটনাই বাস্তবে রূপ দিতে চলেছে এই ব্রিটিশ-ভারতীয় খ্যাতনামা মোটরসাইকেল প্রস্তুতকারী সংস্থা। দীর্ঘদিন ধরে পেট্রোল বাইকের বাজারে দাপট দেখানোর পর ব্র্যান্ডটি তাদের সাব-ব্র্যান্ড ‘ফ্লাইং ফ্লি’ এর মাধ্যমে ইলেকট্রিক ভেহিকল (EV) লঞ্চ করতে যাচ্ছে; যা বাজারে দুই চাকার জগতে নতুন বিপ্লব ঘটাতে প্রস্তুত।

এই বছর শুরু থেকেই রয়্যাল এনফিল্ডের ইলেকট্রিক বাইক নিয়ে গবেষণার খবরে উচ্ছ্বাস ছিল তুঙ্গে। অবশেষে কোম্পানি ঘোষণা করে তাদের প্রথম ই-বাইক ‘Flying Flea C6’। এটি মূলত শহুরে রাইডারদের জন্য ডিজাইন করা হয়েছে। C6 মডেলটি ২০২৬ সালের প্রথম দিকে ভারতীয় বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হবে বলে জানা গেছে। বাইকটির প্রথম প্রদর্শনী ও পরীক্ষা ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। C6-এর পরে এই লাইনআপে আরও একটি নতুন মডেল, S6 যোগ করা হবে, যা সম্পূর্ণ ভিন্ন মাত্রা দেবে। যদিও নতুন ইভি ব্র্যান্ডের কার্যক্রম ও ডিলারশিপ নেটওয়ার্ক নিয়ে এখনও সম্পূর্ণ তথ্য প্রকাশ করেনি রয়্যাল এনফিল্ড।

‘Flying Flea C6’-এর ডিজাইনে রয়্যাল এনফিল্ড তাদের ঐতিহ্যের সঙ্গে আধুনিক স্টাইলকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে। এটিতে সেই চিরায়ত বৃত্তাকার LED লাইটিং রাখা হয়েছে, যা রেট্রো এবং আধুনিকতাকে ফুটিয়ে তুলবে। বাইকটি এর ঐতিহ্যের সঙ্গে সঙ্গতি রেখে স্লিম ফ্রেম, অ্যালুমিনিয়াম চ্যাসিস এবং গার্ডার ফর্ক দিয়ে তৈরি, যা চল্লিশের দশকের ভিনটেজ বাইকের নকশার স্মৃতি জাগায়। এছাড়াও, এতে দেখা যায় স্প্লিট সীট কনফিগারেশন এবং কালো অ্যালয় হুইলস। বাইকটির সুবিন্যস্ত বডিতে ব্যবহৃত হয়েছে ম্যাগনেসিয়াম কেসিং, যা এর ভেতরের এয়ারফ্লো নিয়ন্ত্রণ করে।

বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের পেট্রোল বাইক ইতোমধ্যেই জনপ্রিয়। তবে কোম্পানির ইলেকট্রিক মডেল এখনো এখানে বিক্রয় শুরু করেনি। বাংলাদেশের রয়্যাল এনফিল্ডের পরিবেশক কোম্পানির এক সূত্র ঢাকা পোস্টকে জানিয়েছে, এখনও এ বিষয়ে ওপর থেকে কোনো আলোচনা হয়নি। তবে আমরা এই নতুন ই-বাইকটি নিয়ে অবগত। যদি এটি বাংলাদেশের বাজারে আসে, আশা করা যাচ্ছে আগামী বছরের মাঝামাঝির দিকে আসবে।

জনপ্রিয় সংবাদ

রায়েরবাজারে দাফন করা বেওয়ারিশ লাশ শনাক্তে বিদেশি এক্সপার্ট কাজ করবে

আসছে রয়্যাল এনফিল্ডের ই-বাইক

প্রকাশিত : ০৭:১৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

রয়্যাল এনফিল্ড- এই নামের সঙ্গে মিশে আছে রাজকীয় লুক, আইকনিক এক্সহস্ট সাউন্ড এবং শতাব্দীর পুরোনো ঐতিহ্য। কিন্তু এই ঐতিহ্যবাহী বাইকটি যখন নীরবে ছুটে বেড়াবে, তখন কেমন হবে? এবার রোমাঞ্চকর এমন ঘটনাই বাস্তবে রূপ দিতে চলেছে এই ব্রিটিশ-ভারতীয় খ্যাতনামা মোটরসাইকেল প্রস্তুতকারী সংস্থা। দীর্ঘদিন ধরে পেট্রোল বাইকের বাজারে দাপট দেখানোর পর ব্র্যান্ডটি তাদের সাব-ব্র্যান্ড ‘ফ্লাইং ফ্লি’ এর মাধ্যমে ইলেকট্রিক ভেহিকল (EV) লঞ্চ করতে যাচ্ছে; যা বাজারে দুই চাকার জগতে নতুন বিপ্লব ঘটাতে প্রস্তুত।

এই বছর শুরু থেকেই রয়্যাল এনফিল্ডের ইলেকট্রিক বাইক নিয়ে গবেষণার খবরে উচ্ছ্বাস ছিল তুঙ্গে। অবশেষে কোম্পানি ঘোষণা করে তাদের প্রথম ই-বাইক ‘Flying Flea C6’। এটি মূলত শহুরে রাইডারদের জন্য ডিজাইন করা হয়েছে। C6 মডেলটি ২০২৬ সালের প্রথম দিকে ভারতীয় বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হবে বলে জানা গেছে। বাইকটির প্রথম প্রদর্শনী ও পরীক্ষা ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। C6-এর পরে এই লাইনআপে আরও একটি নতুন মডেল, S6 যোগ করা হবে, যা সম্পূর্ণ ভিন্ন মাত্রা দেবে। যদিও নতুন ইভি ব্র্যান্ডের কার্যক্রম ও ডিলারশিপ নেটওয়ার্ক নিয়ে এখনও সম্পূর্ণ তথ্য প্রকাশ করেনি রয়্যাল এনফিল্ড।

‘Flying Flea C6’-এর ডিজাইনে রয়্যাল এনফিল্ড তাদের ঐতিহ্যের সঙ্গে আধুনিক স্টাইলকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে। এটিতে সেই চিরায়ত বৃত্তাকার LED লাইটিং রাখা হয়েছে, যা রেট্রো এবং আধুনিকতাকে ফুটিয়ে তুলবে। বাইকটি এর ঐতিহ্যের সঙ্গে সঙ্গতি রেখে স্লিম ফ্রেম, অ্যালুমিনিয়াম চ্যাসিস এবং গার্ডার ফর্ক দিয়ে তৈরি, যা চল্লিশের দশকের ভিনটেজ বাইকের নকশার স্মৃতি জাগায়। এছাড়াও, এতে দেখা যায় স্প্লিট সীট কনফিগারেশন এবং কালো অ্যালয় হুইলস। বাইকটির সুবিন্যস্ত বডিতে ব্যবহৃত হয়েছে ম্যাগনেসিয়াম কেসিং, যা এর ভেতরের এয়ারফ্লো নিয়ন্ত্রণ করে।

বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের পেট্রোল বাইক ইতোমধ্যেই জনপ্রিয়। তবে কোম্পানির ইলেকট্রিক মডেল এখনো এখানে বিক্রয় শুরু করেনি। বাংলাদেশের রয়্যাল এনফিল্ডের পরিবেশক কোম্পানির এক সূত্র ঢাকা পোস্টকে জানিয়েছে, এখনও এ বিষয়ে ওপর থেকে কোনো আলোচনা হয়নি। তবে আমরা এই নতুন ই-বাইকটি নিয়ে অবগত। যদি এটি বাংলাদেশের বাজারে আসে, আশা করা যাচ্ছে আগামী বছরের মাঝামাঝির দিকে আসবে।