গত বছর আলু চাষ করে লোকসানে পড়েছিলেন নওগাঁর কৃষকরা। সেই ক্ষতি পুষিয়ে নিতে এ বছর আগাম আলু চাষে নেমেছিলেন তারা। কিন্তু বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে কয়েকদিনের টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন উপজেলায় ফসলি জমিতে পানি জমে গেছে।
যেসব জমিতে আগাম আলুর বীজ রোপণ করা হয়েছিল, সেখানে পানি জমায় বীজ পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া রোপা আমন ধান ও শীতকালীন সবজি চাষও ক্ষতির মুখে পড়তে পারে বলে জানিয়েছেন কৃষকরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর জেলায় ১ লাখ ৯৩ হাজার হেক্টর জমিতে আমন ধান, ১ হাজার ৮৪৫ হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজি এবং ২১ হাজার হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হোমায়রা মণ্ডল বলেন, বৃষ্টি হলেও ভারী বর্ষণ হয়নি। যেসব জমিতে আলু লাগিয়ে ৮-১০ দিন হয়েছে, সেগুলোর তেমন ক্ষতি হবে না। শীতকালীন সবজি ও ধানেরও বড় ক্ষতি হওয়ার কথা নয়। বরং ধানের জন্য এ বৃষ্টি কিছুটা আশীর্বাদ। খেত থেকে পানি সরে গেলে সমস্যা হবে না।

ডেস্ক রিপোর্ট 




















