পটুয়াখালী প্রতিনিধি:
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, সরকার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়ে সরকার বদ্ধপরিকর।
শনিবার সকাল ১০ টায় পটুয়াখালীর কুয়াকাটায় কোডেক ট্রেনিং সেন্টার সভাকক্ষে
নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরুপণ ও উত্তরণের উপায় শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কর্মশালায় তিনি আরো বলেন,বর্তমান নির্বাচনী আইন (আরপিও)-তে সংশোধন আনা হয়েছে। এখন রিটার্নিং কর্মকর্তারা চাইলে তাদের দায়িত্বপ্রাপ্ত আসনে ভোটগ্রহণ স্থগিত করতে পারবেন। নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যেন নির্ভয়ে দায়িত্ব পালন করেন, তিনি কর্মশালায় অংশগ্রহনকারীদের এই আহ্বান জানান।

পটুয়াখালী জেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে এ কর্মশালার সভাপতিত্ব করেন, বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়’র সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার ও নির্বাচন কমিশন সচিবালয়ের উপপ্রধান (উপ-সচিব) মুহাম্মদ মোস্তফা হাসান।
এ কর্মশালায় পটুয়াখালী জেলার আট উপজেলার নির্বাচন কমিশন কমকর্তা ও সরকারি বিভিন্ন দপ্তরের ৬০জন কর্মকর্তা অংশ নেয়।

ডেস্ক রিপোর্ট 




















