বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের তহবিলের অর্থ আত্মসাতসহ নানাবিধ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিম অভিযান চালিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে দুদকের উপপরিচালক মো. আক্তারুল ইসলাম বলেন, বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের তহবিলের আত্মসাতসহ নানাবিধ দুর্নীতি ও অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে এনফোর্সমেন্ট টিম অভিযোগের বিষয়ে দায়িত্বরত কমিশনার ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্য গ্রহণ করে এবং প্রাসঙ্গিক রেকর্ডপত্র সংগ্রহ করে। রেকর্ডপত্র পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

ডেস্ক রিপোর্ট 






















