ঢাকা ০২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

পেট্রোবাংলার আহ্বান গ্যাস ব্যবহারে সাশ্রয়ী হওয়ার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ৮ বার দেখা হয়েছে

অবৈধ গ্যাস সংযোগের তথ্য ও গ্যাস ব্যবহারের গ্রাহকদের সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছে পেট্রোবাংলা।

বুধবার (৫ নভেম্বর) এক বার্তায় এ তথ্য জানায় পেট্রোবাংলা।এতে বলা হয়, দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকা শক্তি হলো জ্বালানি। প্রাথমিক জ্বালানি হিসেবে চাহিদামতো প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা সম্ভব হলে বাংলাদেশে বিদ্যুৎ ও সার উৎপাদন অব্যাহত রাখার পাশাপাশি শিল্প ও কল-কারখানা চালু থাকবে এবং মোটরযানে সিএনজি সরবরাহ ও অনেক বাসাবাড়িতে চুলা জ্বলবে। দেশীয় গ্যাস উৎপাদন ক্রমশ কমে যাওয়ায় এবং উত্তরোত্তর গ্যাসের চাহিদা বেড়ে যাওয়ায় বিদেশ থেকে উচ্চমূল্যে তরলী হওয়া প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করতে হচ্ছে, যা বর্তমানে দেশে মোট গ্যাস সরবরাহের প্রায় ৩০ শতাংশ। আমদানি হওয়া গ্যাস ও দেশে উৎপাদিত গ্যাস ব্লেন্ডেড কষ্টের চেয়েও কম মূল্যে গ্রাহকের নিকট গ্যাস বিক্রয়ের ফলে পেট্রোবাংলাকে প্রতি বছর বিপুল সরকার নিকট হতে পরিমাণ ভর্তুকি নিতে হচ্ছে।

অন্যদিকে, কিছু অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠান অবৈধ উপায়ে গ্যাস ব্যবহার করছে। অবৈধভাবে ব্যবহার হওয়া গ্যাসের কোনো মূল্য যেমন আদায় করা সম্ভব নয়, তেমনি অনিরাপদভাবে গ্যাস ব্যবহারের কারণে প্রায়শই দুর্ঘটনা ঘটছে এবং প্রাণহানিসহ অনেকেই সারাজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করছে। অবৈধভাবে ব্যবহৃত গ্যাসের মূল্য আদায় সম্ভব না হওয়ায় সময়মতো গ্যাসের মূল্য পরিশোধ করা কষ্টকর হয়ে পড়ছে। এ ছাড়া অবৈধ গ্যাস ব্যবহার বন্ধ করা গেলে বৈধ গ্রাহকদের গ্যাস সরবরাহ বাড়বে।

বার্তায় আরো বলা হয়, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে স্থানীয় জনগণ ও বৈধ গ্রাহকগণ ভিজিলেন্স টিমকে স্বতঃস্ফূর্তভাবে তথ্য দিয়ে সহায়তা করছে। এছাড়াও অনেকেই গোপনে অবৈধ গ্যাস সংযোগের তথ্য দিয়েছে। দেশের একজন সচেতন নাগরিক ও বৈধ গ্যাস গ্রাহক হিসেবে অবৈধ গ্যাস সংযোগের বিষয়ে তথ্য দেওয়া, অবৈধ গ্যাস ব্যবহার থেকে বিরত থাকা, নিয়মিত গ্যাসের বিল পরিশোধ করা এবং গ্যাস ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য পেট্রোবাংলা সর্বসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

পেট্রোবাংলার আহ্বান গ্যাস ব্যবহারে সাশ্রয়ী হওয়ার

প্রকাশিত : ১২:০২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

অবৈধ গ্যাস সংযোগের তথ্য ও গ্যাস ব্যবহারের গ্রাহকদের সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছে পেট্রোবাংলা।

বুধবার (৫ নভেম্বর) এক বার্তায় এ তথ্য জানায় পেট্রোবাংলা।এতে বলা হয়, দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকা শক্তি হলো জ্বালানি। প্রাথমিক জ্বালানি হিসেবে চাহিদামতো প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা সম্ভব হলে বাংলাদেশে বিদ্যুৎ ও সার উৎপাদন অব্যাহত রাখার পাশাপাশি শিল্প ও কল-কারখানা চালু থাকবে এবং মোটরযানে সিএনজি সরবরাহ ও অনেক বাসাবাড়িতে চুলা জ্বলবে। দেশীয় গ্যাস উৎপাদন ক্রমশ কমে যাওয়ায় এবং উত্তরোত্তর গ্যাসের চাহিদা বেড়ে যাওয়ায় বিদেশ থেকে উচ্চমূল্যে তরলী হওয়া প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করতে হচ্ছে, যা বর্তমানে দেশে মোট গ্যাস সরবরাহের প্রায় ৩০ শতাংশ। আমদানি হওয়া গ্যাস ও দেশে উৎপাদিত গ্যাস ব্লেন্ডেড কষ্টের চেয়েও কম মূল্যে গ্রাহকের নিকট গ্যাস বিক্রয়ের ফলে পেট্রোবাংলাকে প্রতি বছর বিপুল সরকার নিকট হতে পরিমাণ ভর্তুকি নিতে হচ্ছে।

অন্যদিকে, কিছু অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠান অবৈধ উপায়ে গ্যাস ব্যবহার করছে। অবৈধভাবে ব্যবহার হওয়া গ্যাসের কোনো মূল্য যেমন আদায় করা সম্ভব নয়, তেমনি অনিরাপদভাবে গ্যাস ব্যবহারের কারণে প্রায়শই দুর্ঘটনা ঘটছে এবং প্রাণহানিসহ অনেকেই সারাজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করছে। অবৈধভাবে ব্যবহৃত গ্যাসের মূল্য আদায় সম্ভব না হওয়ায় সময়মতো গ্যাসের মূল্য পরিশোধ করা কষ্টকর হয়ে পড়ছে। এ ছাড়া অবৈধ গ্যাস ব্যবহার বন্ধ করা গেলে বৈধ গ্রাহকদের গ্যাস সরবরাহ বাড়বে।

বার্তায় আরো বলা হয়, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে স্থানীয় জনগণ ও বৈধ গ্রাহকগণ ভিজিলেন্স টিমকে স্বতঃস্ফূর্তভাবে তথ্য দিয়ে সহায়তা করছে। এছাড়াও অনেকেই গোপনে অবৈধ গ্যাস সংযোগের তথ্য দিয়েছে। দেশের একজন সচেতন নাগরিক ও বৈধ গ্যাস গ্রাহক হিসেবে অবৈধ গ্যাস সংযোগের বিষয়ে তথ্য দেওয়া, অবৈধ গ্যাস ব্যবহার থেকে বিরত থাকা, নিয়মিত গ্যাসের বিল পরিশোধ করা এবং গ্যাস ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য পেট্রোবাংলা সর্বসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।