ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

পাপিয়া ব্যানার্জিকে জামিন দেননি হাইকোর্ট

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৩০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ৬ বার দেখা হয়েছে

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ৬ মামলায় পি কে হালদারের সহযোগী পাপিয়া বানার্জীকে জামিন দেননি হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আলী এবং বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর না করে এ আদেশ দেন।

বৃহস্পতিবার দুদকের আইনজীবী কাজী জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।আইনজীবী জানান, এই মামলাগুলোতে আগে রুল ইস্যু করেছিলেন বিচারপতি মোহাম্মদ আলী এবং বিচারপতি শেখ তাহসিন আলীর বেঞ্চ।

প্রসঙ্গত, ২০২১ সালে দুর্নীতি দমন কমিশন অর্থ আত্মসাতের অভিযোগে ইন্টারন্যাশাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসের পরিচালক বাসুদেব ব্যানার্জী ও তার স্ত্রী পরিচালক পাপিয়া ব্যানার্জীর বিরুদ্ধে এসব মামলা দায়ের করে দুদক।

পাপিয়া ব্যানার্জিকে জামিন দেননি হাইকোর্ট

প্রকাশিত : ১০:৩০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ৬ মামলায় পি কে হালদারের সহযোগী পাপিয়া বানার্জীকে জামিন দেননি হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আলী এবং বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর না করে এ আদেশ দেন।

বৃহস্পতিবার দুদকের আইনজীবী কাজী জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।আইনজীবী জানান, এই মামলাগুলোতে আগে রুল ইস্যু করেছিলেন বিচারপতি মোহাম্মদ আলী এবং বিচারপতি শেখ তাহসিন আলীর বেঞ্চ।

প্রসঙ্গত, ২০২১ সালে দুর্নীতি দমন কমিশন অর্থ আত্মসাতের অভিযোগে ইন্টারন্যাশাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসের পরিচালক বাসুদেব ব্যানার্জী ও তার স্ত্রী পরিচালক পাপিয়া ব্যানার্জীর বিরুদ্ধে এসব মামলা দায়ের করে দুদক।