বাণিজ্য মন্ত্রণালয়ের নিবন্ধিত বাংলাদেশ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং মার্চেন্টস অ্যাসোসিয়েশনের (ব্রামা) দ্বিবার্ষিক নির্বাচনে আনোয়ার, জহির, এরশাদ সমর্থিত সম্মিলিত ব্যবসায়ী পরিষদ পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) নির্বাচন বোর্ড চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। এর আগে দীর্ঘ ১২ বছর পর নভেম্বরের ১ তারিখ এই দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে প্রেসিডেন্ট হয়েছেন আনোয়ারুল ইসলাম। এছাড়াও ভাইস প্রেসিডেন্ট পদে জহিরুল হক এবং আলহাজ্ব এরশাদ হায়দার ডাইরেক্টর হিসেবে নির্বাচিত হন।
বাংলাদেশ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং মার্চেন্টস অ্যাসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত একটি নিবন্ধিত বাণিজ্য সংগঠন। সম্প্রতি সংগঠনটির ২০২৩-২৫ মেয়াদের পরিচালনা পর্ষদ থেকে সভাপতি-পরিচালকসহ মোট ৬ জন পদত্যাগ করেন।
এরপর বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব তরফদার সোহেল রহমানকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

ডেস্ক রিপোর্ট 






















