ঢাকা ১০:২৪ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

বরিশালে ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৭৯

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:০৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ১ বার দেখা হয়েছে

বরিশাল প্রতিনিধি :

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত আরও এক রোগীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়।

ডেঙ্গুতে মৃত্যু হওয়া ওই ব্যক্তির নাম মো. শাহীন। তিনি বরগুনা সদর উপজেলার চরকগাছিয়া এলাকার মো. আব্দুল লতিফের ছেলে।

গত মঙ্গলবার দুপুরে তাকে মুমূর্ষু অবস্থায় শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। পরে রাতে তার মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছরে বরিশাল বিভাগে ডেঙ্গুজ্বরে মৃত্যু হয়েছে ৪৫ জনের। এর মধ্যে বরিশাল শেবাচিম হাসপাতালে ২৬ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে একজন, বরগুনা জেলার বিভিন্ন হাসপাতালে ১৫ জন, পটুয়াখালী জেলায় দুজ

তাছাড়া চলতি বছরে বিভাগের ছয় জেলার সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নেওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা মোট আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ২৯০ জন। এর মধ্যে সর্বশেষ ১১ নভেম্বর সকাল ৮টা থেকে ১২ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে ১৭৯ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৪৮৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত এবং মৃত্যুর দিক থেকে বিভাগের মধ্যে বরগুনা জেলা এগিয়ে। সম্প্রতি মশার উপদ্রব বেড়েছে। এ কারণে ডেঙ্গুর বিস্তার বাড়ছে। ডেঙ্গু থেকে রক্ষা পেতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি।

বরিশালে ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৭৯

প্রকাশিত : ০৮:০৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

বরিশাল প্রতিনিধি :

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত আরও এক রোগীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়।

ডেঙ্গুতে মৃত্যু হওয়া ওই ব্যক্তির নাম মো. শাহীন। তিনি বরগুনা সদর উপজেলার চরকগাছিয়া এলাকার মো. আব্দুল লতিফের ছেলে।

গত মঙ্গলবার দুপুরে তাকে মুমূর্ষু অবস্থায় শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। পরে রাতে তার মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছরে বরিশাল বিভাগে ডেঙ্গুজ্বরে মৃত্যু হয়েছে ৪৫ জনের। এর মধ্যে বরিশাল শেবাচিম হাসপাতালে ২৬ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে একজন, বরগুনা জেলার বিভিন্ন হাসপাতালে ১৫ জন, পটুয়াখালী জেলায় দুজ

তাছাড়া চলতি বছরে বিভাগের ছয় জেলার সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নেওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা মোট আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ২৯০ জন। এর মধ্যে সর্বশেষ ১১ নভেম্বর সকাল ৮টা থেকে ১২ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে ১৭৯ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৪৮৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত এবং মৃত্যুর দিক থেকে বিভাগের মধ্যে বরগুনা জেলা এগিয়ে। সম্প্রতি মশার উপদ্রব বেড়েছে। এ কারণে ডেঙ্গুর বিস্তার বাড়ছে। ডেঙ্গু থেকে রক্ষা পেতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি।