ঢাকা ০১:৩১ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

ঢাবির ২ ছাত্রী ভূমিকম্প আতঙ্কে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আহত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:৩৪:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ১ বার দেখা হয়েছে

ঢাকার বাড্ডা এলাকায় উৎপত্তি হওয়া ৩.৭ মাত্রার ভূমিকম্পে ফের কেঁপে উঠে রাজধানী ঢাকা। ভূমিকম্পের কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলে। এ অবস্থায় হলের সিঁড়ি ও বারান্দা দিয়ে দৌড়ে নিচে নামার সময় হুড়োহুড়িতে দুই শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টার কিছু পর এ ঘটনা ঘটে।

এ বিষয়ে শামসুন নাহার হলের জিএস সামিয়া মাসুদ মমো বলেন, হলে দুইজন ইঞ্জুরড হয়েছে। তার মধ্যে একজন আমাদের হল সংসদের সাহিত্য সম্পাদক ইসরাত জাহান সুমনা। দুইজনই ঢাকা মেডিকেলে আছে। একজনকে প্লাস্টার করা হচ্ছে। তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ইঞ্জুরড হয়েছে তারা। হল সংসদ এবং হল প্রশাসনের উদ্যোগে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে তাদেরকে ঢামেকে পাঠানো হয়েছে।

পরপর কয়েক দফা ভূমিকম্প অনুভূত হওয়ায় বিশ্ববিদ্যালয়জুড়ে ভয়-আতঙ্ক তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রোববার (২৩ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. হিমাদ্রি শেখর চক্রবর্তীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

ঢাবির ২ ছাত্রী ভূমিকম্প আতঙ্কে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আহত

প্রকাশিত : ১১:৩৪:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

ঢাকার বাড্ডা এলাকায় উৎপত্তি হওয়া ৩.৭ মাত্রার ভূমিকম্পে ফের কেঁপে উঠে রাজধানী ঢাকা। ভূমিকম্পের কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলে। এ অবস্থায় হলের সিঁড়ি ও বারান্দা দিয়ে দৌড়ে নিচে নামার সময় হুড়োহুড়িতে দুই শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টার কিছু পর এ ঘটনা ঘটে।

এ বিষয়ে শামসুন নাহার হলের জিএস সামিয়া মাসুদ মমো বলেন, হলে দুইজন ইঞ্জুরড হয়েছে। তার মধ্যে একজন আমাদের হল সংসদের সাহিত্য সম্পাদক ইসরাত জাহান সুমনা। দুইজনই ঢাকা মেডিকেলে আছে। একজনকে প্লাস্টার করা হচ্ছে। তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ইঞ্জুরড হয়েছে তারা। হল সংসদ এবং হল প্রশাসনের উদ্যোগে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে তাদেরকে ঢামেকে পাঠানো হয়েছে।

পরপর কয়েক দফা ভূমিকম্প অনুভূত হওয়ায় বিশ্ববিদ্যালয়জুড়ে ভয়-আতঙ্ক তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রোববার (২৩ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. হিমাদ্রি শেখর চক্রবর্তীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে।