ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ জাতীয় বিশ্ববিদ্যালয়ে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:৫৮:০৬ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ৪২ বার দেখা হয়েছে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি কার্যক্রমের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বিকেল ৪টা থেকে ৩১ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল বিভাগের ডিন (ভারপ্রাপ্ত) ড. মো. আশেক কবির চৌধুরীর সই করা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিক আবেদন ফি হিসেবে ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। যা সংশ্লিষ্ট কলেজে ৪ জানুয়ারি ২০২৬-এর মধ্যে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা— তিন শাখার শিক্ষার্থীদের জন্য পৃথকভাবে ১০০ নম্বরের এমসিকিউ ভিত্তিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক ঘণ্টার এই পরীক্ষায় মোট ১০০টি প্রশ্ন থাকবে এবং ভুল উত্তরের জন্য নম্বর কাটা হবে না। ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের সঙ্গে এসএসসির জিপিএ-এর ৪০ শতাংশ ও এইচএসসির জিপিএ-এর ৬০ শতাংশ যোগ করে মোট ২০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে।

ভর্তির জন্য মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় আবেদনকারীদের এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম পৃথকভাবে জিপিএ ২.০ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৪.৫০ থাকতে হবে। বিজ্ঞান ও কারিগরি শাখায় এসএসসিতে ন্যূনতম জিপিএ ২.২৫, এইচএসসিতে ২.০ এবং সম্মিলিত জিপিএ কমপক্ষে ৪.৭৫ প্রয়োজন। শুধু এসএসসি ২০২২ ও ২০২৩ এবং এইচএসসি ২০২৪ ও ২০২৫ সালে উত্তীর্ণ শিক্ষার্থীরাই আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ধাপে ধাপে মেধাতালিকা প্রকাশ করা হবে। প্রথম মেধা তালিকা, শূন্য আসন সাপেক্ষে দ্বিতীয় মেধা তালিকা, কোটা মেধা তালিকা এবং রিলিজ স্লিপের সুযোগ থাকবে দুটি ধাপে। তবে তৃতীয় রিলিজ স্লিপ দেওয়ার সুযোগ থাকবে না। মেধাতালিকার ফল ওয়েবসাইট বা এসএমএসের মাধ্যমে জানা যাবে। ফি হিসেবে প্রাথমিক আবেদন ১ হাজার টাকা, রেজিস্ট্রেশন ফি ১ হাজার ১৩০ টাকা, ভর্তি বাতিল ফি ৭০০ টাকা এবং ভর্তি পুনর্বহাল ফি ১,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে প্রয়োজনে ভর্তি কার্যক্রমের নিয়মাবলি সংশোধন, সংযোজন বা পরিবর্তনের অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে৷

অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ জাতীয় বিশ্ববিদ্যালয়ে

প্রকাশিত : ০১:৫৮:০৬ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি কার্যক্রমের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বিকেল ৪টা থেকে ৩১ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল বিভাগের ডিন (ভারপ্রাপ্ত) ড. মো. আশেক কবির চৌধুরীর সই করা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিক আবেদন ফি হিসেবে ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। যা সংশ্লিষ্ট কলেজে ৪ জানুয়ারি ২০২৬-এর মধ্যে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা— তিন শাখার শিক্ষার্থীদের জন্য পৃথকভাবে ১০০ নম্বরের এমসিকিউ ভিত্তিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক ঘণ্টার এই পরীক্ষায় মোট ১০০টি প্রশ্ন থাকবে এবং ভুল উত্তরের জন্য নম্বর কাটা হবে না। ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের সঙ্গে এসএসসির জিপিএ-এর ৪০ শতাংশ ও এইচএসসির জিপিএ-এর ৬০ শতাংশ যোগ করে মোট ২০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে।

ভর্তির জন্য মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় আবেদনকারীদের এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম পৃথকভাবে জিপিএ ২.০ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৪.৫০ থাকতে হবে। বিজ্ঞান ও কারিগরি শাখায় এসএসসিতে ন্যূনতম জিপিএ ২.২৫, এইচএসসিতে ২.০ এবং সম্মিলিত জিপিএ কমপক্ষে ৪.৭৫ প্রয়োজন। শুধু এসএসসি ২০২২ ও ২০২৩ এবং এইচএসসি ২০২৪ ও ২০২৫ সালে উত্তীর্ণ শিক্ষার্থীরাই আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ধাপে ধাপে মেধাতালিকা প্রকাশ করা হবে। প্রথম মেধা তালিকা, শূন্য আসন সাপেক্ষে দ্বিতীয় মেধা তালিকা, কোটা মেধা তালিকা এবং রিলিজ স্লিপের সুযোগ থাকবে দুটি ধাপে। তবে তৃতীয় রিলিজ স্লিপ দেওয়ার সুযোগ থাকবে না। মেধাতালিকার ফল ওয়েবসাইট বা এসএমএসের মাধ্যমে জানা যাবে। ফি হিসেবে প্রাথমিক আবেদন ১ হাজার টাকা, রেজিস্ট্রেশন ফি ১ হাজার ১৩০ টাকা, ভর্তি বাতিল ফি ৭০০ টাকা এবং ভর্তি পুনর্বহাল ফি ১,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে প্রয়োজনে ভর্তি কার্যক্রমের নিয়মাবলি সংশোধন, সংযোজন বা পরিবর্তনের অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে৷