ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

প্রতিবন্ধী ও লিঙ্গবৈচিত্র্য সম্পন্ন মানুষের অন্তর্ভুক্তি গণমাধ্যমে অপরিহার্য

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:২৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ৫০ বার দেখা হয়েছে

গণমাধ্যম প্রতিষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তি ও সব লিঙ্গবৈচিত্র্য সম্পন্ন মানুষের সমান অধিকার, সুযোগ ও অংশগ্রহণ নিশ্চিত করার জন্য একটি বাস্তবভিত্তিক নির্দেশিকা প্রণয়নের কাজ শুরু হয়েছে। এর অংশ হিসেবে গত ২৯ নভেম্বর ঢাকায় দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

সম্প্রতি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘ভয়েস’ এই কর্মশালার আয়োজন করেছে। যেখানে ‘গণমাধ্যমে লিঙ্গ বৈচিত্র্য ও প্রতিবন্ধিতা বিষয়ক নীতিমালা’ প্রণয়নের ব্যবহারিক দিক নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় অংশগ্রহণকারীরা প্রতিবন্ধিতা, লিঙ্গবৈচিত্র্য সম্পন্ন মানুষ সম্পর্কে স্পষ্ট ধারণা, গণমাধ্যমে তাদের অংশগ্রহণে বাধা ও অতিক্রমের উপায়সহ, বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ লাভ করেন।

ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ বলেন, এখনো অধিকাংশ সংবাদপ্রতিষ্ঠানে প্রতিবন্ধিতা ও লিঙ্গবৈচিত্র্য বিষয়ক স্পষ্ট নীতিমালা নেই, ফলে সংবাদ উপস্থাপনা, নিয়োগ, কর্মপরিবেশ এবং সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি যথাযথভাবে প্রতিফলিত হয় না।

অংশগ্রহণকারীরা বলেন, অন্তর্ভুক্তি ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়। গণমাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তি ও লিঙ্গবৈচিত্র্য সম্পন্ন মানুষের অন্তর্ভুক্তি নিশ্চিত করা উচিত। বৈষম্য সৃষ্টিকারী কারণগুলো পরিবর্তন করার কোনো বিকল্প নেই।

জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী ও লিঙ্গবৈচিত্র্য সম্পন্ন মানুষের অন্তর্ভুক্তি গণমাধ্যমে অপরিহার্য

প্রকাশিত : ০২:২৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫

গণমাধ্যম প্রতিষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তি ও সব লিঙ্গবৈচিত্র্য সম্পন্ন মানুষের সমান অধিকার, সুযোগ ও অংশগ্রহণ নিশ্চিত করার জন্য একটি বাস্তবভিত্তিক নির্দেশিকা প্রণয়নের কাজ শুরু হয়েছে। এর অংশ হিসেবে গত ২৯ নভেম্বর ঢাকায় দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

সম্প্রতি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘ভয়েস’ এই কর্মশালার আয়োজন করেছে। যেখানে ‘গণমাধ্যমে লিঙ্গ বৈচিত্র্য ও প্রতিবন্ধিতা বিষয়ক নীতিমালা’ প্রণয়নের ব্যবহারিক দিক নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় অংশগ্রহণকারীরা প্রতিবন্ধিতা, লিঙ্গবৈচিত্র্য সম্পন্ন মানুষ সম্পর্কে স্পষ্ট ধারণা, গণমাধ্যমে তাদের অংশগ্রহণে বাধা ও অতিক্রমের উপায়সহ, বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ লাভ করেন।

ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ বলেন, এখনো অধিকাংশ সংবাদপ্রতিষ্ঠানে প্রতিবন্ধিতা ও লিঙ্গবৈচিত্র্য বিষয়ক স্পষ্ট নীতিমালা নেই, ফলে সংবাদ উপস্থাপনা, নিয়োগ, কর্মপরিবেশ এবং সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি যথাযথভাবে প্রতিফলিত হয় না।

অংশগ্রহণকারীরা বলেন, অন্তর্ভুক্তি ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়। গণমাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তি ও লিঙ্গবৈচিত্র্য সম্পন্ন মানুষের অন্তর্ভুক্তি নিশ্চিত করা উচিত। বৈষম্য সৃষ্টিকারী কারণগুলো পরিবর্তন করার কোনো বিকল্প নেই।