চিত্রনায়িকা অপু বিশ্বাস আসছেন নতুন রূপে, নতুন ঝলকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এবার দর্শকরা দেখবেন এক ‘ভিন্ন অপু বিশ্বাস’-কে। তিনি নিশ্চিত, বিগত দিনের কাজের তুলনায় এই পরিবর্তন দর্শকদের মুগ্ধ করবে।
অপু বিশ্বাস বলেন, ‘এবার এক ভিন্ন অপু বিশ্বাসকে দেখতে চলেছে দর্শকরা, আমি শিওর যে একটা পরিবর্তন তারা দেখতে পাবেন। বিগত দিনে অনেক সিনেমার ক্ষেত্রে হয়তোবা একজন আর্টিস্ট সব সময় ভালোটা উপস্থাপন করে। কিন্তু আজকের আমার এই ভিন্ন অপু বিশ্বাসকে দেখতে পাবেন।’

এই পরিবর্তনের পেছনের কথা বলতে গিয়ে অপু জানান, ‘জিমে সময় দিচ্ছি, এ বিষয়টা দর্শকদের চোখে পড়েছে। আর কতটা নতুনভাবে আসব, সেটা সিনেমা শেষ করে হলে গেলেই দর্শক বুঝতে পারবেন। আসলে আমি এই ‘দুর্বার’ সিনেমা নিয়ে এটুকু বলতে চাই, আসলেই একদম নতুন অপু বিশ্বাসকে দেখতে পাবে সবাই।’
নিজের বর্তমান টিমের প্রশংসা করে এই অভিনেত্রী বলেন, ‘আমি শুরু থেকেই বলব, আমি একজন লাকি আর্টিস্ট। এইবারের যে টিমটা আমি পেয়েছি, লাইক টিম পাইনি, একটা পরিবার পেয়েছি।’
প্রসঙ্গত, অপু বিশ্বাস ‘কোটি টাকার কাবিন’ দিয়ে ২০০৬ সালের পরিচিত পান। এর আগে ‘কাল সকালে’ সিনেমায় পার্শ্ব চরিত্র দিয়ে ক্যারিয়ার শুরু হয় তার। সিনেমাটি পরিচালনা করেন আমজাদ হোসেন। এরপর শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে নিয়মিত হোন অপু বিশ্বাস।

ডেস্ক রিপোর্ট 






















