ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার কালীবাড়ি মোড় সড়কে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মো. জালাল (২৩) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার সন্ধ্যার এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত জালাল নবীনগর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মাঝিকাড়া এলাকার ভাড়াটিয়া হেলাল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হঠাৎ গোলাগুলির শব্দে পুরো এলাকা থমথমে হয়ে যায়। মুহূর্তের মধ্যেই খবর পাওয়া যায় শ্যামগ্রাম ইউনিয়নের শাহবাজপুর গ্রামের রিকশাচালক হেলাল মিয়ার ছেলে জালাল গুলিবিদ্ধ হয়েছেন। তাকে দ্রুত উদ্ধার করে নবীনগর সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর উল্লেখ করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রেফার করেন।

ঘটনার খবর পেয়ে জালালের বাবা হেলাল মিয়া হাসপাতালে ছুটে আসেন। তিনি জানান, তার ছেলে কীভাবে গুলিবিদ্ধ হয়েছে- তা তিনি বুঝে উঠতে পারছেন না।

ডেস্ক রিপোর্ট 






















