পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে পিরোজপুর জেলা জুলাই মঞ্চের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি শহরের জুলাই মঞ্চের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জুলাই মঞ্চের সামনে এসে এক পথসভায় মিলিত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

পথসভায় বক্তব্য রাখেন, জুলাই মঞ্চের আহ্বায়ক জিয়াউল হাসান, যুগ্ম আহ্বায়ক শায়লা আফরোজ, যুগ্ম মুখ্য প্রতিনিধি মো. আবুল হাসনাত লিমন, মুখ্য সমন্বয়ক আফরোজা তুলি, মুখ্য সংগঠক রাকিব হাসান এবং মুখপাত্র শাহনেয়াজ অভিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্রের ওপর সন্ত্রাসী হামলা মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য তারা প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

ডেস্ক রিপোর্ট 






















