ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

সরকার শহিদ ওসমান হাদির স্ত্রী-সন্তানের দায়িত্ব নেবে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:২১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ৩৪ বার দেখা হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সোয়া ১১টার দিকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা  অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন- শহিদ হাদির স্ত্রী ও তার একমাত্র সন্তানের সকল দায়িত্ব সরকার গ্রহণ করবে।

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যুর সংবাদ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে দেশবাসীকে জানান প্রধান উপদেষ্টা। এ সময় তিনি পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, শরিফ ওসমান হাদির এই অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তার প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি। আমি তার রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত স্ত্রী, পরিবারের সদস্যবৃন্দ, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। শহিদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে।

হাদিকে ‘ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামের অমর সৈনিক’’ হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, তার অপূর্ণ স্বপ্ন ও নতুন বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব এখন সমগ্র জাতির। এই বীর যোদ্ধার রক্ত বৃথা যেতে দেওয়া হবে না এবং তার শোককে শক্তিতে রূপান্তর করে দেশ এগিয়ে যাবে।

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গায় জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ বিষয়ে প্রধান শিক্ষকদের ওরিয়েন্টেশন

সরকার শহিদ ওসমান হাদির স্ত্রী-সন্তানের দায়িত্ব নেবে

প্রকাশিত : ০৯:২১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সোয়া ১১টার দিকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা  অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন- শহিদ হাদির স্ত্রী ও তার একমাত্র সন্তানের সকল দায়িত্ব সরকার গ্রহণ করবে।

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যুর সংবাদ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে দেশবাসীকে জানান প্রধান উপদেষ্টা। এ সময় তিনি পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, শরিফ ওসমান হাদির এই অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তার প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি। আমি তার রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত স্ত্রী, পরিবারের সদস্যবৃন্দ, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। শহিদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে।

হাদিকে ‘ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামের অমর সৈনিক’’ হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, তার অপূর্ণ স্বপ্ন ও নতুন বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব এখন সমগ্র জাতির। এই বীর যোদ্ধার রক্ত বৃথা যেতে দেওয়া হবে না এবং তার শোককে শক্তিতে রূপান্তর করে দেশ এগিয়ে যাবে।