ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

নওগাঁয় পুলিশ সুপারের বড়দিন উপলক্ষে ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময়

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:৪৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ২৬ বার দেখা হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁয় পুলিশ সুপারের বড়দিন উপলক্ষে ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেছেন । অদ্য ২৫ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, খ্রিষ্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার  মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁ জেলার সাধু মার্ক গির্জা, চার্জ অব বাংলাদেশ, সেন্ট মার্ক চার্জ, চকরামপুর, নওগাঁ-এ উপস্থিত হন।

সম্মানিত পুলিশ সুপার মহোদয় বড়দিন উপলক্ষে খ্রিষ্টান ধর্মাবলম্বী সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং উৎসবকে কেন্দ্র করে গৃহীত সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন। তিনি শান্তিপূর্ণ ও আনন্দ মুখর পরিবেশে ধর্মীয় উৎসব উদযাপনের লক্ষ্যে নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করার দৃঢ় আশ্বাস প্রদান করেন । এছাড়াও জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ নিজ নিজ আওতাধীন এলাকার বিভিন্ন গির্জা পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেন এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন । এ সময় গির্জার ধর্মীয় নেতৃবৃন্দ ও উপস্থিত খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্যবৃন্দ বড়দিন উপলক্ষে নওগাঁ জেলা পুলিশের গৃহীত সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন । এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব জয়ব্রত পালসহ নওগাঁ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ ।

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় পুলিশ সুপারের বড়দিন উপলক্ষে ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময়

প্রকাশিত : ০৭:৪৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁয় পুলিশ সুপারের বড়দিন উপলক্ষে ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেছেন । অদ্য ২৫ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, খ্রিষ্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার  মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁ জেলার সাধু মার্ক গির্জা, চার্জ অব বাংলাদেশ, সেন্ট মার্ক চার্জ, চকরামপুর, নওগাঁ-এ উপস্থিত হন।

সম্মানিত পুলিশ সুপার মহোদয় বড়দিন উপলক্ষে খ্রিষ্টান ধর্মাবলম্বী সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং উৎসবকে কেন্দ্র করে গৃহীত সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন। তিনি শান্তিপূর্ণ ও আনন্দ মুখর পরিবেশে ধর্মীয় উৎসব উদযাপনের লক্ষ্যে নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করার দৃঢ় আশ্বাস প্রদান করেন । এছাড়াও জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ নিজ নিজ আওতাধীন এলাকার বিভিন্ন গির্জা পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেন এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন । এ সময় গির্জার ধর্মীয় নেতৃবৃন্দ ও উপস্থিত খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্যবৃন্দ বড়দিন উপলক্ষে নওগাঁ জেলা পুলিশের গৃহীত সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন । এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব জয়ব্রত পালসহ নওগাঁ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ ।