ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

নারায়ণগঞ্জের ৫ টি আসনে মনোনয়ন সংগ্রহ করলেন ৪৪ জন প্রার্থী

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:৪৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ২৬ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসন থেকে এখন পর্যন্ত বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বুধবার বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচন কার্যালয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আসনভিত্তিক প্রার্থীদের তালিকা নিচে দেওয়া হলো

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ): এই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, স্বতন্ত্র প্রার্থী দুলাল হোসেন এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ পার্টির মো. রেহান আফজাল।

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার): মনোনয়ন নিয়েছেন বিএনপির নজরুল ইসলাম আজাদ ও আতাউর রহমান খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ, জামায়াতে ইসলামীর ইলিয়াস মোল্লা, রিপাবলিক পার্টির আবু হানিফ হৃদয় এবং কমিউনিস্ট পার্টির মো. হাফিজুল ইসলাম।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ): এখান থেকে লড়ছেন বিএনপির আজহারুল ইসলাম মান্নান, ইসলামী আন্দোলন বাংলাদেশের গোলাম মসীহ, গণঅধিকার পরিষদের ওবায়দুর রহমান মিল্কী, স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান এবং খেলাফত আন্দোলনের আতিকুর রহমান নান্নু মুন্সী।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা): সবচেয়ে বেশি প্রার্থী এই আসনে। মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির শাহ আলম, মোহাম্মদ আলী, মো. সুরুজ্জামান ও শেখ মোহাম্মদ মশিউর। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে রয়েছেন মোহাম্মদ মমিনুল হক, কাজী জহিরুল ইসলাম, সেলিম রেজা শাওন, কবির হোসেন এবং মোহাম্মদ গিয়াসউদ্দিন।

এছাড়া লড়ছেন খেলাফত মজলিসের ইলিয়াস আহমেদ ও আনোয়ার হোসেন, বাসদের সেলিম মাহমুদ, সমাজতান্ত্রিক দলের সুরাইয়া তাবাসসুম, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইসমাইল হোসেন কাউসার, এনসিপির আব্দুল্লাহ আল আমিন এবং কমিউনিস্ট পার্টির ইকবাল ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনির হোসাইন।

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর): এই আসনে মনোনয়নপত্র নিয়েছেন বিএনপির আবুল কালাম, খেলাফত মজলিসের এবিএম সিরাজুল ইসলাম ও আল আমিন রাকিব, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাসুম বিল্লাহ, মুক্তি জোটের এইচ এম আমজাদ হোসেন মোল্লা, বাসদ-এর আবু নাঈম খান বিপ্লব, ওয়াকার্স পার্টির মাহমুদ হোসেন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ বাহাদুর শাহ, কমিউনিস্ট পার্টির মন্টু চন্দ্র ঘোষ এবং এনসিপি-র আহমেদুর রহমান তরু। এছাড়া স্বতন্ত্র হিসেবে রয়েছেন মাকসুদ হোসেন ও নারগিস আক্তার।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন নিয়ে কিছুটা বিভ্রান্তি থাকলেও স্থানীয় নেতারা জানিয়েছেন, দ্রুতই কেন্দ্র থেকে চূড়ান্ত প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জের ৫ টি আসনে মনোনয়ন সংগ্রহ করলেন ৪৪ জন প্রার্থী

প্রকাশিত : ০৭:৪৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসন থেকে এখন পর্যন্ত বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বুধবার বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচন কার্যালয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আসনভিত্তিক প্রার্থীদের তালিকা নিচে দেওয়া হলো

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ): এই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, স্বতন্ত্র প্রার্থী দুলাল হোসেন এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ পার্টির মো. রেহান আফজাল।

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার): মনোনয়ন নিয়েছেন বিএনপির নজরুল ইসলাম আজাদ ও আতাউর রহমান খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ, জামায়াতে ইসলামীর ইলিয়াস মোল্লা, রিপাবলিক পার্টির আবু হানিফ হৃদয় এবং কমিউনিস্ট পার্টির মো. হাফিজুল ইসলাম।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ): এখান থেকে লড়ছেন বিএনপির আজহারুল ইসলাম মান্নান, ইসলামী আন্দোলন বাংলাদেশের গোলাম মসীহ, গণঅধিকার পরিষদের ওবায়দুর রহমান মিল্কী, স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান এবং খেলাফত আন্দোলনের আতিকুর রহমান নান্নু মুন্সী।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা): সবচেয়ে বেশি প্রার্থী এই আসনে। মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির শাহ আলম, মোহাম্মদ আলী, মো. সুরুজ্জামান ও শেখ মোহাম্মদ মশিউর। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে রয়েছেন মোহাম্মদ মমিনুল হক, কাজী জহিরুল ইসলাম, সেলিম রেজা শাওন, কবির হোসেন এবং মোহাম্মদ গিয়াসউদ্দিন।

এছাড়া লড়ছেন খেলাফত মজলিসের ইলিয়াস আহমেদ ও আনোয়ার হোসেন, বাসদের সেলিম মাহমুদ, সমাজতান্ত্রিক দলের সুরাইয়া তাবাসসুম, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইসমাইল হোসেন কাউসার, এনসিপির আব্দুল্লাহ আল আমিন এবং কমিউনিস্ট পার্টির ইকবাল ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনির হোসাইন।

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর): এই আসনে মনোনয়নপত্র নিয়েছেন বিএনপির আবুল কালাম, খেলাফত মজলিসের এবিএম সিরাজুল ইসলাম ও আল আমিন রাকিব, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাসুম বিল্লাহ, মুক্তি জোটের এইচ এম আমজাদ হোসেন মোল্লা, বাসদ-এর আবু নাঈম খান বিপ্লব, ওয়াকার্স পার্টির মাহমুদ হোসেন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ বাহাদুর শাহ, কমিউনিস্ট পার্টির মন্টু চন্দ্র ঘোষ এবং এনসিপি-র আহমেদুর রহমান তরু। এছাড়া স্বতন্ত্র হিসেবে রয়েছেন মাকসুদ হোসেন ও নারগিস আক্তার।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন নিয়ে কিছুটা বিভ্রান্তি থাকলেও স্থানীয় নেতারা জানিয়েছেন, দ্রুতই কেন্দ্র থেকে চূড়ান্ত প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।