ঢাকা ০৭:১০ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

ডিএনসিসি কবরস্থানের নিরাপত্তায় ৮১২টি এলইডি লাইট বসালো

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:০০:০০ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ৪ বার দেখা হয়েছে

ঢাকার মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানের পাশের সাধারণ কবরস্থানটি এখন থেকে রাতেও থাকবে আলোকিত। কবরস্থানটির নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক পরিবেশ উন্নয়নের লক্ষ্যে সেখানে ৫০ ওয়াট ক্ষমতাসম্পন্ন মোট ৮১২টি এলইডি লাইট স্থাপন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে আনুষ্ঠানিকভাবে এই বিদ্যুৎ-সাশ্রয়ী বাতিগুলোর উদ্বোধন করা হয়।

লাইট স্থাপন কার্যক্রম শেষে আনুষ্ঠানিকভাবে এলইডি লাইট প্রজ্বলন করেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, প্রায় ৫৬ একর আয়তনের এই বিশাল কবরস্থানটিতে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা ছিল না। এর ফলে সন্ধ্যার পর সেখানে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হতো। পর্যাপ্ত আলোর অভাবে রাতের বেলায় মরদেহ দাফন করতে আসা ব্যক্তি এবং জিয়ারতকারীদের চলাচলেও চরম ভোগান্তি পোহাতে হতো।

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ আরও বলেন, ‘আমরা নির্ধারিত সময়ের প্রায় দুই মাস আগেই কবরস্থান আলোকিত করার কাজ সম্পন্ন করতে পেরেছি। এখন থেকে মানুষ দিন-রাত নির্বিঘ্নে ও নিরাপদে প্রিয়জনের কবর জিয়ারত করতে পারবেন।’

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানের পাশেই অবস্থিত এই সাধারণ কবরস্থানে প্রায় ৭২ হাজার কবর রয়েছে। এতদিন আলো না থাকায় রাতে দাফন কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়ত। এ ছাড়া কবরস্থানকে কেন্দ্র করে মাদক ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ সংঘটিত হওয়ার অভিযোগ ছিল। নতুন করে স্থাপিত এলইডি লাইটের মাধ্যমে এসব সমস্যা এখন অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে।

ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, কবরস্থানে স্থাপিত এই এলইডি লাইটগুলো আধুনিক ‘টাইম সেন্সর’-এর মাধ্যমে পরিচালিত হবে। নির্ধারিত সময় অনুযায়ী লাইটগুলো স্বয়ংক্রিয়ভাবে চালু ও বন্ধ হবে। এর ফলে যেমন বিদ্যুৎ সাশ্রয় হবে, তেমনি এর ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে।

 

পটুয়াখালী-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি মনোনীত প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী

ডিএনসিসি কবরস্থানের নিরাপত্তায় ৮১২টি এলইডি লাইট বসালো

প্রকাশিত : ০১:০০:০০ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

ঢাকার মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানের পাশের সাধারণ কবরস্থানটি এখন থেকে রাতেও থাকবে আলোকিত। কবরস্থানটির নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক পরিবেশ উন্নয়নের লক্ষ্যে সেখানে ৫০ ওয়াট ক্ষমতাসম্পন্ন মোট ৮১২টি এলইডি লাইট স্থাপন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে আনুষ্ঠানিকভাবে এই বিদ্যুৎ-সাশ্রয়ী বাতিগুলোর উদ্বোধন করা হয়।

লাইট স্থাপন কার্যক্রম শেষে আনুষ্ঠানিকভাবে এলইডি লাইট প্রজ্বলন করেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, প্রায় ৫৬ একর আয়তনের এই বিশাল কবরস্থানটিতে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা ছিল না। এর ফলে সন্ধ্যার পর সেখানে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হতো। পর্যাপ্ত আলোর অভাবে রাতের বেলায় মরদেহ দাফন করতে আসা ব্যক্তি এবং জিয়ারতকারীদের চলাচলেও চরম ভোগান্তি পোহাতে হতো।

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ আরও বলেন, ‘আমরা নির্ধারিত সময়ের প্রায় দুই মাস আগেই কবরস্থান আলোকিত করার কাজ সম্পন্ন করতে পেরেছি। এখন থেকে মানুষ দিন-রাত নির্বিঘ্নে ও নিরাপদে প্রিয়জনের কবর জিয়ারত করতে পারবেন।’

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানের পাশেই অবস্থিত এই সাধারণ কবরস্থানে প্রায় ৭২ হাজার কবর রয়েছে। এতদিন আলো না থাকায় রাতে দাফন কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়ত। এ ছাড়া কবরস্থানকে কেন্দ্র করে মাদক ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ সংঘটিত হওয়ার অভিযোগ ছিল। নতুন করে স্থাপিত এলইডি লাইটের মাধ্যমে এসব সমস্যা এখন অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে।

ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, কবরস্থানে স্থাপিত এই এলইডি লাইটগুলো আধুনিক ‘টাইম সেন্সর’-এর মাধ্যমে পরিচালিত হবে। নির্ধারিত সময় অনুযায়ী লাইটগুলো স্বয়ংক্রিয়ভাবে চালু ও বন্ধ হবে। এর ফলে যেমন বিদ্যুৎ সাশ্রয় হবে, তেমনি এর ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে।