কিশোরগঞ্জ প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কিশোরগঞ্জে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তাঁর মৃত্যুতে জেলার রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোক ও সমবেদনার আবহ সৃষ্টি হয়েছে।
জেলা বিএনপির উদ্যোগে আজ মঙ্গলবার দুপুরে দলীয় কার্যালয়ে কোরআান খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সকাল থেকেই বিএনপি কার্যালয়ে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পবিত্র কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন স্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে তুলে ধরেন।

ডেস্ক রিপোর্ট 






















