বেনাপোল,শার্শা প্রতিনিধি:যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে দুই আসামিসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানি মালামাল আটক হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহলদল বেনাপোল আইসিপি ও আন্দুলিয়া বিওপি সংলগ্ন সীমান্ত এলাকায় এ মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
বিজিবি জানিয়েছে, এ অভিযানে দুইজন চোরাচালানিসহ বিদেশি মদ, ভারতীয় গাঁজা, উইনসেরাক্স কফ সিরাপ, শাড়ি, কম্বল ও বিভিন্ন কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১২ হাজার ৬০০ টাকা।
আটককৃত আসামীরা হলো-যশোরের চৌগাছা থানার সুখপুকুরিয়া এলাকার ইন্দ্রপুর গ্রামের নবীসদ্দির ছেলে শাহিন আলম (৩০) ও একই থানার হিজলী এলাকার গয়ড়া গ্রামের মন্টু মিয়ার ছেলে বিল্লাল হোসেন (৩৪)।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।
বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে পরিচালিত এসব অভিযানের মাধ্যমে মাদক ও চোরাচালানি চক্র দমনে বিজিবি সফল হচ্ছে এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।এবং আটক আসামিদের চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।

ডেস্ক রিপোর্ট 






















