রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ১৪ হাজার পিস ইয়াবাসহ ওয়াজ কুরুনী ওরফে সাকিব (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে যাত্রাবাড়ী থানাধীন কাজলা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি দল।

জানা যায়, ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি-মতিঝিল বিভাগের একটি চৌকস টিম যাত্রাবাড়ী থানাধীন কাজলা ফুট ওভার ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে ১৪ হাজার পিস ইয়াবাসহ ওয়াজ কুরুনী ওরফে সাকিবকে গ্রেপ্তার করে। পরে তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, ওয়াজ কুরুনী ওরফে সাকিব সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ডেস্ক রিপোর্ট 























