টানা দুই রাত টানা আন্দোলনের পর শনিবার রাত থেকে আবারও রাজপথে জড়ো হওয়া শুরু করছেন ইরানের বিক্ষোভকারীরা। লন্ডন থেকে পরিচালিত ইরান সরকারের বিরোধী সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল দুটি ভিডিও প্রকাশ করেছে।
এতে দেখা যাচ্ছে রাজধানী তেহরানের হেরাভিতে কয়েকশ মানুষ একত্রিত হয়েছেন।

এছাড়া তেহরানের পূর্বাঞ্চলের চিতগারেও অনেককে জড়ো হতে দেখা গেছেন। সেখানে তারা ক্ষমতাচ্যুত ও নির্বাসিত শাহ রাজতন্ত্রের বিরুদ্ধে স্লোগান দেন। এছাড়া অনেকে ‘গাজা নয়, লেবানন নয়, আমার জীবন ইরানের জন্য’— এমন স্লোগানও দেন।
ইরান সরকার ফিলিস্তিনের গাজায় হামাস ও লেবাননে হিজবুল্লাহকে সহায়তা করে থাকে। প্রতি বছর এ সশস্ত্রগোষ্ঠীগুলোকে কোটি কোটি টাকার সামরিক সরঞ্জাম দেয় তারা। ইরানের কিছু মানুষ এসব সহায়তা বন্ধের দাবি জানাচ্ছেন। তারা মূলত বলছেন আগে যেন দেশের অর্থনীতি ঠিক করা হয়।

ডেস্ক রিপোর্ট 























