ঢাকা ০২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫

রংপুরে বাস-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ৩

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:২১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • ১৭০ বার দেখা হয়েছে

ঘনকুয়াশার কারণে রংপুরে বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আর চারজন। শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে নগরীর সাতমাথা চায়না হল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, ঢাকা থেকে কুড়িগ্রামগামী একটি নাইট কোচ ও কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা রংপুরগামী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহেন্দ্রার তিন যাত্রী মারা যান। আর আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেলে পাঠানো হয়।

রংপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মাসুদ আলম জানান, মূলত ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা। মাহিন্দ্রাকে চাপা মেরে বাসটি চলে গেছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছি। তবে এখনো তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

প্রতিবন্ধী ও লিঙ্গবৈচিত্র্য সম্পন্ন মানুষের অন্তর্ভুক্তি গণমাধ্যমে অপরিহার্য

রংপুরে বাস-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত : ১২:২১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫

ঘনকুয়াশার কারণে রংপুরে বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আর চারজন। শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে নগরীর সাতমাথা চায়না হল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, ঢাকা থেকে কুড়িগ্রামগামী একটি নাইট কোচ ও কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা রংপুরগামী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহেন্দ্রার তিন যাত্রী মারা যান। আর আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেলে পাঠানো হয়।

রংপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মাসুদ আলম জানান, মূলত ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা। মাহিন্দ্রাকে চাপা মেরে বাসটি চলে গেছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছি। তবে এখনো তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।