ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

শিক্ষা ও খেলাধুলার মেলবন্ধনে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ক্রীড়া আয়োজন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৬। খেলাধুলার মধ্য দিয়ে শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা ও মানসিক বিকাশে উদ্বুদ্ধ করতেই এ আয়োজন করা হয়।

বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-আমিন, এসইউপি, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন দীঘিনালা জোনের অ্যাডজুটেন্ট লেফটেন্যান্ট জাওয়াদ মোহাম্মদ জাহিন।

উদ্বোধনী পর্বে প্রধান অতিথি শিক্ষার্থীদের শপথ পাঠ করান এবং বক্তব্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের সুস্থ জীবন গঠনে অপরিহার্য। ক্রীড়া চর্চা তরুণদের মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে এবং তাদের দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।

তিনি আরও বলেন, একটি আধুনিক ও মানবিক সমাজ বিনির্মাণে শিক্ষার পাশাপাশি ক্রীড়া কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভা বিকাশে নিয়মিত খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

জনপ্রিয় সংবাদ

শিক্ষা ও খেলাধুলার মেলবন্ধনে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ক্রীড়া আয়োজন

প্রকাশিত : ০৩:০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

চট্টগ্রাম প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৬। খেলাধুলার মধ্য দিয়ে শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা ও মানসিক বিকাশে উদ্বুদ্ধ করতেই এ আয়োজন করা হয়।

বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-আমিন, এসইউপি, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন দীঘিনালা জোনের অ্যাডজুটেন্ট লেফটেন্যান্ট জাওয়াদ মোহাম্মদ জাহিন।

উদ্বোধনী পর্বে প্রধান অতিথি শিক্ষার্থীদের শপথ পাঠ করান এবং বক্তব্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের সুস্থ জীবন গঠনে অপরিহার্য। ক্রীড়া চর্চা তরুণদের মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে এবং তাদের দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।

তিনি আরও বলেন, একটি আধুনিক ও মানবিক সমাজ বিনির্মাণে শিক্ষার পাশাপাশি ক্রীড়া কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভা বিকাশে নিয়মিত খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।