ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

বদলগাছীতে যৌথবাহিনীর অভিযানে ৮০০ পিস ট্যাপেনটাডোল বড়ি সহ দুই যুবক আটক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:১৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

বদলগাছী-নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলার চারমাথা মোড়ে যৌথবাহিনীর চেকপোস্টে মোটরসাইকেল তল্লাশির সময় ৮০০ পিচ ট্যাপেনটাডোল বড়ি সহ দুই যুবককে আটক করেছে যৌথবাহিনি। মঙ্গলবার রাত ৮ টায় বদলগাছী চারমাথা এলাকায় তল্লাশি চলাকালে একটি মোটরসাইকেল সহ এই মাদক উদ্ধার করা হয়।

যৌথবাহিনীর সদস্যরা জানান, রাত সাড়ে ৮ টার দিকে চারমাথা মোড়ে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেলযোগে দুই যুবককে বাইক থামানোর সিগন্যাল দেওয়া হয়। পরে তল্লাশিতে তাদের শরীর থেকে ৮০০ পিস ট্যাপেন্ডাডাল উদ্ধার করা হয়।

অভিযানে অংশ নেওয়া এসআই আনোয়ার হোসেন বলেন, ‘উদ্ধার করা ট্যাপেন্ডাডাল স্থানীয় মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহের উদ্দেশ্যে আনা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মোটরসাইকেল সহ দুই যুবককে আটক করা হয়েছে।

আটক দুই ব্যক্তি হলো মান্দা উপজেলার সতিহাট এলাকার খোকার ছেলে মোস্তাকিম(৩০) ও একই উপজেলার মিরপুর হঠাৎপাড়া গনেশপুর ইউনিয়নের নাদের খাঁ ছেলে জাহাঙ্গীর আলম(৩০)।

স্থানীয় সূত্র জানায়, বদলগাছী চারমাথা মোড়ে বদলগাছী নজিপুর,জয়পুরহাট সংযোগ সড়ক হওয়ায় বিভিন্ন সময় মাদক পরিবহনের রুট হিসেবে ব্যবহৃত হয়। সম্প্রতি এলাকায় মাদকবিরোধী অভিযান আরো জোরদার করা উচিৎ।

বদলগাছী থানার( ওসি) লুৎফর রহমান বলেন,“তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করার প্রক্রিয়া চলছে। অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে যৌথবাহিনীর অভিযানে ৮০০ পিস ট্যাপেনটাডোল বড়ি সহ দুই যুবক আটক

প্রকাশিত : ০৩:১৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

বদলগাছী-নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলার চারমাথা মোড়ে যৌথবাহিনীর চেকপোস্টে মোটরসাইকেল তল্লাশির সময় ৮০০ পিচ ট্যাপেনটাডোল বড়ি সহ দুই যুবককে আটক করেছে যৌথবাহিনি। মঙ্গলবার রাত ৮ টায় বদলগাছী চারমাথা এলাকায় তল্লাশি চলাকালে একটি মোটরসাইকেল সহ এই মাদক উদ্ধার করা হয়।

যৌথবাহিনীর সদস্যরা জানান, রাত সাড়ে ৮ টার দিকে চারমাথা মোড়ে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেলযোগে দুই যুবককে বাইক থামানোর সিগন্যাল দেওয়া হয়। পরে তল্লাশিতে তাদের শরীর থেকে ৮০০ পিস ট্যাপেন্ডাডাল উদ্ধার করা হয়।

অভিযানে অংশ নেওয়া এসআই আনোয়ার হোসেন বলেন, ‘উদ্ধার করা ট্যাপেন্ডাডাল স্থানীয় মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহের উদ্দেশ্যে আনা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মোটরসাইকেল সহ দুই যুবককে আটক করা হয়েছে।

আটক দুই ব্যক্তি হলো মান্দা উপজেলার সতিহাট এলাকার খোকার ছেলে মোস্তাকিম(৩০) ও একই উপজেলার মিরপুর হঠাৎপাড়া গনেশপুর ইউনিয়নের নাদের খাঁ ছেলে জাহাঙ্গীর আলম(৩০)।

স্থানীয় সূত্র জানায়, বদলগাছী চারমাথা মোড়ে বদলগাছী নজিপুর,জয়পুরহাট সংযোগ সড়ক হওয়ায় বিভিন্ন সময় মাদক পরিবহনের রুট হিসেবে ব্যবহৃত হয়। সম্প্রতি এলাকায় মাদকবিরোধী অভিযান আরো জোরদার করা উচিৎ।

বদলগাছী থানার( ওসি) লুৎফর রহমান বলেন,“তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করার প্রক্রিয়া চলছে। অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।