ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

কিশোরগঞ্জে কৃষকলীগ নেতা গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:১৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৭১ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় কৃষকলীগ নেতা শফিকুল আলম ভূঁইয়া হেভেনকে (৫২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার অষ্টবর্গ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম সদর উপজেলার অষ্টবর্গ এলাকার নুরুল আলম ভূঁইয়ার ছেলে। তিনি কিশোরগঞ্জ লতিবাবাদ ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক।

জানা যায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তারা আত্মগোপনে চলে যান।

র‍্যাব সূত্র জানায়, গত ৫ আগস্ট বিকেল সাড়ে ৪টায় কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন নগুয়া সিএনজি স্টেশন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণমিছিল বের হয়। উক্ত গণমিছিলে কতিপয় দুষ্কৃতিকারীরা আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা করে এবং এতে অনেক ছাত্র-জনতা গুরুতর আহত হন।

এ ঘটনায় গত বছরের ৯ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলার সদর থানায় একটি মামলা হয়। আর এ মামলার আসামি হিসেবে র‍্যাব তাদের গ্রেপ্তার করে। পরে তাকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য আমাদের সব অভিযান অব্যাহত রয়েছে।

ফোন নিবন্ধন চলবে মার্চ ২০২৬ পর্যন্ত,১৬ ডিসেম্বরই চালু এনইআইআর

কিশোরগঞ্জে কৃষকলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশিত : ০৫:১৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় কৃষকলীগ নেতা শফিকুল আলম ভূঁইয়া হেভেনকে (৫২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার অষ্টবর্গ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম সদর উপজেলার অষ্টবর্গ এলাকার নুরুল আলম ভূঁইয়ার ছেলে। তিনি কিশোরগঞ্জ লতিবাবাদ ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক।

জানা যায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তারা আত্মগোপনে চলে যান।

র‍্যাব সূত্র জানায়, গত ৫ আগস্ট বিকেল সাড়ে ৪টায় কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন নগুয়া সিএনজি স্টেশন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণমিছিল বের হয়। উক্ত গণমিছিলে কতিপয় দুষ্কৃতিকারীরা আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা করে এবং এতে অনেক ছাত্র-জনতা গুরুতর আহত হন।

এ ঘটনায় গত বছরের ৯ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলার সদর থানায় একটি মামলা হয়। আর এ মামলার আসামি হিসেবে র‍্যাব তাদের গ্রেপ্তার করে। পরে তাকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য আমাদের সব অভিযান অব্যাহত রয়েছে।