পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান (২৬)’কে আটক করেছে দুমকি থানার পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় অপারেশন ডেভিল হান্টের আওতায় অভিযান চালিয়ে লেবুখালী এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মোঃ আরিফুর রহমান উপজেলার লেবুখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কার্তিক পাশা গ্রামের মোঃ হারুন মোল্লার ছেলে। দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলা বিএনপির অফিস ভাঙচুর মামলায় আটক করা হয়েছে এবং আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে।

ডেস্ক রিপোর্ট 























