ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপের নতুন চমক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:৩৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • ১৪২ বার দেখা হয়েছে

মেসেজিং অ্যাপ হিসেবে বিশ্বজুড়ে বেশ জনপ্রিয় হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্ম। কিছুদিন পরপরই নতুন নতুন ফিচার যুক্ত করছে প্রতিষ্ঠানটি। এবার আরও বড় চমক যুক্ত করতে যাচ্ছে প্ল্যাটফর্মটি।

প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট টেকরাঞ্চের প্রতিবেদন থেকে জানা গেছে, ব্যবহারকারীদের আরও সহজ, স্মার্ট ও উন্নত অভিজ্ঞতা দিতে নতুন এসব ফিচার চালু করেছে প্রতিষ্ঠানটি।

গ্রুপ চ্যাট

এখন থেকে হোয়াটসঅ্যাপে গ্রুপ চ্যাটের ওপরেই দেখা যাবে অনলাইনে থাকা সদস্যদের সংখ্যা। এতে করে সহজেই বোঝা যাবে কে কে অনলাইনে আছেন।

নোটিফিকেশন কাস্টমাইজেশন

‘নোটিফাই ফর’ নামের নতুন সেটিংসে ব্যবহারকারীরা বেছে নিতে পারবেন কোন কোন ক্ষেত্রে তারা নোটিফিকেশন পেতে চান-মেনশন, রিপ্লাই, সেভ করা কন্টাক্ট বা সব কিছু।

আইফোন ব্যবহারকারীদের জন্য বিশেষ সুবিধা

আইফোনে অ্যাটাচমেন্ট অপশনের মাধ্যমে এখন থেকে সরাসরি ডকুমেন্ট স্ক্যান, ক্রপ ও সেভ করা যাবে ‘স্ক্যান ডকুমেন্ট’ ফিচার ব্যবহার করে। পাশাপাশি হোয়াটসঅ্যাপকে আইফোনের ডিফল্ট মেসেজিং ও কলিং অ্যাপ হিসেবে সেট করার সুযোগ মিলবে। ভিডিও কলে জুম ইন করার ফিচারও যুক্ত হয়েছে।

আরও উন্নত ভিডিও কলিং প্রযুক্তি

হোয়াটসঅ্যাপ জানায়, নতুন প্রযুক্তির মাধ্যমে ভিডিও কলের মান উন্নত করা হয়েছে। এতে কল ড্রপ ও ভিডিও ফ্রিজিং কমে যাবে। উন্নত ব্যান্ডউইডথ ডিটেকশনের মাধ্যমে এখন এইচডি মানের ভিডিও কল করা যাবে।

ইভেন্ট তৈরি এবং অ্যাড টু কল অপশন

শুধু গ্রুপেই নয়, এখন থেকে ১:১ চ্যাটেও ইভেন্ট তৈরি করা যাবে। এতে আরএসভিপি হিসেবে ‘মেবি’ অপশন, অতিথি আনতে ‘প্লাস ওয়ান’ সুবিধা, তারিখ ও সময় যুক্ত করার পাশাপাশি ইভেন্ট পিন করার সুযোগ থাকছে। অন্যদিকে, ১:১ কলে অন্য কাউকে যুক্ত করতে স্ক্রিনের ওপরের কল আইকনে ট্যাপ করে ‘অ্যাড টু কল’ অপশন সিলেক্ট করলেই হবে।

চ্যানেলে ভিডিও ও ভয়েস সারাংশ

চ্যানেল ফিচারেও এসেছে উল্লেখযোগ্য আপডেট। এখন অ্যাডমিনরা ছোট ভিডিও রেকর্ড করে ফলোয়ারদের সঙ্গে শেয়ার করতে পারবেন। চ্যানেলের কিউআর কোড শেয়ারের সুবিধা মিলেছে।

এছাড়া ভয়েস মেসেজের লিখিত সারাংশ দেখা যাবে, যা ব্যস্ত সময়ে দ্রুত আপডেট পেতে সাহায্য করবে।

ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপের নতুন চমক

প্রকাশিত : ১১:৩৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

মেসেজিং অ্যাপ হিসেবে বিশ্বজুড়ে বেশ জনপ্রিয় হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্ম। কিছুদিন পরপরই নতুন নতুন ফিচার যুক্ত করছে প্রতিষ্ঠানটি। এবার আরও বড় চমক যুক্ত করতে যাচ্ছে প্ল্যাটফর্মটি।

প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট টেকরাঞ্চের প্রতিবেদন থেকে জানা গেছে, ব্যবহারকারীদের আরও সহজ, স্মার্ট ও উন্নত অভিজ্ঞতা দিতে নতুন এসব ফিচার চালু করেছে প্রতিষ্ঠানটি।

গ্রুপ চ্যাট

এখন থেকে হোয়াটসঅ্যাপে গ্রুপ চ্যাটের ওপরেই দেখা যাবে অনলাইনে থাকা সদস্যদের সংখ্যা। এতে করে সহজেই বোঝা যাবে কে কে অনলাইনে আছেন।

নোটিফিকেশন কাস্টমাইজেশন

‘নোটিফাই ফর’ নামের নতুন সেটিংসে ব্যবহারকারীরা বেছে নিতে পারবেন কোন কোন ক্ষেত্রে তারা নোটিফিকেশন পেতে চান-মেনশন, রিপ্লাই, সেভ করা কন্টাক্ট বা সব কিছু।

আইফোন ব্যবহারকারীদের জন্য বিশেষ সুবিধা

আইফোনে অ্যাটাচমেন্ট অপশনের মাধ্যমে এখন থেকে সরাসরি ডকুমেন্ট স্ক্যান, ক্রপ ও সেভ করা যাবে ‘স্ক্যান ডকুমেন্ট’ ফিচার ব্যবহার করে। পাশাপাশি হোয়াটসঅ্যাপকে আইফোনের ডিফল্ট মেসেজিং ও কলিং অ্যাপ হিসেবে সেট করার সুযোগ মিলবে। ভিডিও কলে জুম ইন করার ফিচারও যুক্ত হয়েছে।

আরও উন্নত ভিডিও কলিং প্রযুক্তি

হোয়াটসঅ্যাপ জানায়, নতুন প্রযুক্তির মাধ্যমে ভিডিও কলের মান উন্নত করা হয়েছে। এতে কল ড্রপ ও ভিডিও ফ্রিজিং কমে যাবে। উন্নত ব্যান্ডউইডথ ডিটেকশনের মাধ্যমে এখন এইচডি মানের ভিডিও কল করা যাবে।

ইভেন্ট তৈরি এবং অ্যাড টু কল অপশন

শুধু গ্রুপেই নয়, এখন থেকে ১:১ চ্যাটেও ইভেন্ট তৈরি করা যাবে। এতে আরএসভিপি হিসেবে ‘মেবি’ অপশন, অতিথি আনতে ‘প্লাস ওয়ান’ সুবিধা, তারিখ ও সময় যুক্ত করার পাশাপাশি ইভেন্ট পিন করার সুযোগ থাকছে। অন্যদিকে, ১:১ কলে অন্য কাউকে যুক্ত করতে স্ক্রিনের ওপরের কল আইকনে ট্যাপ করে ‘অ্যাড টু কল’ অপশন সিলেক্ট করলেই হবে।

চ্যানেলে ভিডিও ও ভয়েস সারাংশ

চ্যানেল ফিচারেও এসেছে উল্লেখযোগ্য আপডেট। এখন অ্যাডমিনরা ছোট ভিডিও রেকর্ড করে ফলোয়ারদের সঙ্গে শেয়ার করতে পারবেন। চ্যানেলের কিউআর কোড শেয়ারের সুবিধা মিলেছে।

এছাড়া ভয়েস মেসেজের লিখিত সারাংশ দেখা যাবে, যা ব্যস্ত সময়ে দ্রুত আপডেট পেতে সাহায্য করবে।