ইসরায়েলি বিমান হামলায় গাজার খান ইউনিসে একই পরিবারের ১৩ জনসহ শেষ ২৪ ঘণ্টায় ৩২ নিহত হয়েছেন।
হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল-জাজিরা জানায়, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) গাজাজুড়ে চালানো ইসরায়েলি হামলায় অন্তত ৩২ জনের প্রাণহানি হয়েছে।
আল-জাজিরার লাইভ আপডেটে জানানো হয়, খান ইউনিসের দক্ষিণাঞ্চলে শরণার্থী তাবুতে চালানো এক ইসরায়েলি বিমান হামলায় একটি পরিবার সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে।
১২টি আন্তর্জাতিক সহায়তাদানকারী সংস্থা সম্মিলিত এক বিবৃতিতে বলেছে, গাজা এ প্রজন্মের অন্যতম বড় মানবিক ব্যর্থতার প্রতীক হয়ে উঠেছে। এ ছাড়া খান ইউনিসের হামলাকে ‘ইচ্ছাকৃত’ এবং বেসামরিক ও মানবিক অবকাঠামোর ওপর ‘নির্বিচারে হামলা’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৮ মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৫১ হাজার ৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ১৬ হাজার ৫০৫ জন। অন্যদিকে, গাজার সরকারি মিডিয়া অফিস জানাচ্ছে, নিহতের প্রকৃত সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন, যাদের অনেককেই মৃত বলে ধারণা করা হচ্ছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের পরিচালিত এক হামলায় ইসরায়েলে অন্তত ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং ২০০’র বেশি মানুষ বন্দি হয়ে গিয়েছিলেন। এরপর থেকেই গাজায় চলছে এই ভয়াবহ যুদ্ধ।

ডেস্ক রিপোর্ট 



























