ঢাকায় নেমে সরাসরি গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় উঠবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দলের সুস্থ নেত্রীকে এক পলক দেখতে বাসার সামনে ভিড় জমাচ্ছেন নেতাকর্মীরা। তবে আইনশৃঙ্খলা বাহিনী তেমন কাউকে ভিড়তে দিচ্ছে না।
মঙ্গলবার (৬ মে) খালেদা জিয়ার ফিরে আসাকে কেন্দ্র করে তার এ বাসভবন ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন আছে সেনাবাহিনী।
গণমাধ্যম কর্মীদেরও দূর থেকে কভারেজ করতে অনুরোধ করা হচ্ছে। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীও বেশ তৎপর হয়ে উঠেছে। বাসার ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। নেতাকর্মীরা গুলশান থানার সামনের জড়ো হচ্ছেন। কেউ কেউ স্লোগানও দিচ্ছেন।
খণ্ড খণ্ডভাবে নেতাকর্মীরা গুলশান আসতে শুরু করেছেন। খালেদা জিয়ার ঢাকায় পৌঁছানোর কথা সকাল সাড়ে দশটায়। বিমানবন্দর থেকে নেতাকর্মীদের অভিবাদনের জবাব দিয়ে ফিরোজায় পৌঁছাতে আরও কয়েকঘণ্টা সময় লাগতে পারে।

ডেস্ক রিপোর্ট 





























