ঢাকা ০৬:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

দেশে পৌঁছেছেন খালেদা জিয়া

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৫০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • ১৪৬ বার দেখা হয়েছে

চিকিৎসা শেষে চার মাস পর লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বাংলাদেশ সময় সকাল দশটা ৪০ মিনিটের দিকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান সাবেক এ প্রধানমন্ত্রী।

এ সময় দুই পুত্রবধূ এবং ড. এ জেড এম জাহিদের নেতৃত্বাধীন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের ৯ জন একই বিমানে দেশে পৌঁছেছেন।

বিমানবন্দর থেকে সড়কপথে সরাসরি গুলশানের নিজ বাসভবন ‘ফিরোজা’-এর পথে কিছুক্ষণের মধ্যে রওনা দেবেন বিএনপির চেয়ারপারসন। দলের নেত্রীকে এক পলক দেখতে বিমানবন্দর এলাকা ও গুলশানে লাখো নেতাকর্মী ভিড় করে আছেন।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির সিনিয়র নেতারা তাকে অভ্যর্থনা জানান।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত গাড়িটি অবশ্য আগে থেকেই বিমানবন্দরের ভিআইপি-৮ নম্বর গেইটের ভেতরে রাখা ছিল।

দেশের ইতিহাসে প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক ক্যারিয়ার প্রায় ৪৩ বছরের। ফ্যাসিস্ট শাসনের এক পর্যায়ে কারাবন্দি হন তিনি।

৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পর খালেদা জিয়া কারামুক্ত হন এবং চিকিৎসার জন্য ছেলে তারেক রহমানের কাছে লন্ডন যান।

জনপ্রিয় সংবাদ

ফের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত কমালা হ্যারিসের

দেশে পৌঁছেছেন খালেদা জিয়া

প্রকাশিত : ১০:৫০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

চিকিৎসা শেষে চার মাস পর লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বাংলাদেশ সময় সকাল দশটা ৪০ মিনিটের দিকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান সাবেক এ প্রধানমন্ত্রী।

এ সময় দুই পুত্রবধূ এবং ড. এ জেড এম জাহিদের নেতৃত্বাধীন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের ৯ জন একই বিমানে দেশে পৌঁছেছেন।

বিমানবন্দর থেকে সড়কপথে সরাসরি গুলশানের নিজ বাসভবন ‘ফিরোজা’-এর পথে কিছুক্ষণের মধ্যে রওনা দেবেন বিএনপির চেয়ারপারসন। দলের নেত্রীকে এক পলক দেখতে বিমানবন্দর এলাকা ও গুলশানে লাখো নেতাকর্মী ভিড় করে আছেন।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির সিনিয়র নেতারা তাকে অভ্যর্থনা জানান।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত গাড়িটি অবশ্য আগে থেকেই বিমানবন্দরের ভিআইপি-৮ নম্বর গেইটের ভেতরে রাখা ছিল।

দেশের ইতিহাসে প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক ক্যারিয়ার প্রায় ৪৩ বছরের। ফ্যাসিস্ট শাসনের এক পর্যায়ে কারাবন্দি হন তিনি।

৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পর খালেদা জিয়া কারামুক্ত হন এবং চিকিৎসার জন্য ছেলে তারেক রহমানের কাছে লন্ডন যান।