ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

হত্যা মামলায় কারাগারে আইভী

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:২১:২০ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
  • ১৬১ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াত আইভীকে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (৯ মে) সকালে সিদ্ধিরগঞ্জ থানার মিনারুল হত্যা মামলায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদিরের আদালতে উপস্থিত করা হলে আদালত তাকে কারাগারে পাঠান।

বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান।

এর আগে শুক্রবার ভোরে শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে আইভীকে গ্রেফতার করে পুলিশ।

আইভীকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা কার্যালয়ে যাওয়ার সময় তাকে বহনকারী পুলিশ ভ্যানে হামলা চালায় দুর্বৃত্তরা। সকাল সাড়ে ৬টার দিকে নারায়ণগঞ্জ শহরের বিবি রোডের কালির বাজার মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় র‌্যাব ও পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও পটকা বিস্ফোরণ হয়।

হত্যা মামলায় কারাগারে আইভী

প্রকাশিত : ০২:২১:২০ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াত আইভীকে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (৯ মে) সকালে সিদ্ধিরগঞ্জ থানার মিনারুল হত্যা মামলায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদিরের আদালতে উপস্থিত করা হলে আদালত তাকে কারাগারে পাঠান।

বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান।

এর আগে শুক্রবার ভোরে শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে আইভীকে গ্রেফতার করে পুলিশ।

আইভীকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা কার্যালয়ে যাওয়ার সময় তাকে বহনকারী পুলিশ ভ্যানে হামলা চালায় দুর্বৃত্তরা। সকাল সাড়ে ৬টার দিকে নারায়ণগঞ্জ শহরের বিবি রোডের কালির বাজার মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় র‌্যাব ও পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও পটকা বিস্ফোরণ হয়।