ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে পটুয়াখালীর বাউফলে পৃথক ভাবে কালো ব্যাচ ধারণ ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।বৃহস্পতিবার সকালে কনকদিয়া স্যার সলিমুল্লাহ স্কুল এন্ড কলেজ ও কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ওই বিক্ষোভ কর্মসূচিতে অংশ গ্রহন করে।সকাল দশটায় কনকদিয়া স্যার সলিমুল্লাহ স্কুল এন্ড কলেজে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন,কনকদিয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কাজী মাসুদ, কনকদিয়া ইউনিয়ন জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক জিহাদ মুন্সি, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাজিদ হোসেন,সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম নাঈম, সাংগঠনিক সম্পাদক মানিক হোসেন সহ কলেজ শাখা ছাত্রদল ও ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ। অপরদিকে বেলা সারে ১২টায় কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে একই বিক্ষোভ কর্মসূচিতে অংশ গ্রহন করে।কলেজ শাখার সভাপতি মো. নাঈম মৃধার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, কলেজ শাখা ছাত্রদলের সহ সভাপতি মো. উজ্জল, সাধারণ সম্পাদক জিসান মাহমুদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাকিল ও সাংগঠনিক সম্পাদক মো. সাফিন আহম্মেদ, আয়োজিত কর্মসূচিতে একাত্বতা ঘোষনা করে ইউনিয়ন ও উপজেলা ছাত্রদলের নেতা কর্মীরাও সমাবেশে অংশগ্রহন করেন।
বাউফলে সাম্য হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ
-
কহিনুর বাউফল (পটুয়াখালী)
- প্রকাশিত : ১১:৩৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
- ৬৩ বার দেখা হয়েছে
জনপ্রিয় সংবাদ