কহিনুর বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ইউনিসেফের সহযোগিতায় জাতীয় পুষ্টি সপ্তাহ ও মাতৃত্ব দিবস পালিত হয়েছে।
২৮.০৫.২৫ইং তারিখ রোজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো. আব্দুর রউফ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতিক কুমার কুন্ডু।
এসময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য কমপেক্সের কর্মকর্তা কর্মচারী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিগণ।