ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের বুকে নির্বিচারে গুলি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:৪০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • ৬৪ বার দেখা হয়েছে

গাজায় ত্রাণের খাবার নেওয়ার সময় নিরস্ত্র বেসামরিক ফিলিস্তিনিদের বুকে গুলি চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

শনিবার (৩১ মে) গাজার হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্যের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, শুক্রবার গাজার একটি ত্রাণ বিতরণ স্থানে খাবার পেতে মরিয়া হয়ে চেষ্টা করার সময় জড়ো হওয়া নিরস্ত্র ফিলিস্তিনিদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ সময় ২০ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।

ত্রাণ বিতরণ কেন্দ্রটি পরিচালনা করে গাজার মানবিক ফাউন্ডেশন বা জিএইচএফ নামের একটি সংস্থা এবং এটি ইসরায়েলের নেটজারিম করিডোরের কাছে অবস্থিত।

এর আগে, চলতি সপ্তাহের শুরুতে খাদ্য বিতরণ কেন্দ্রে প্রবেশের চেষ্টা করার সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে দশজন ফিলিস্তিনি নিহত হন এবং ছবিতে দেখা গেছে, ত্রাণ নিতে আসা অনেককেই খাঁচার মতো লাইনে আটকে রাখা হচ্ছে।

ফিলিস্তিনিরা তাদের পরিবারের জন্য যেকোনো সাহায্য সংগ্রহের জন্য যথাসাধ্য চেষ্টা করছে। তবে, তাদের ইসরায়েলি গুলি এবং সামরিক বাহিনীর সামনে ঝুঁকি নিতে হচ্ছে।

গাজা সিটির বাসিন্দা হানি মাহমুদ বলেছেন, ‘জিএইচএফ দ্বারা পরিচালিত ত্রাণ কেন্দ্রগুলো ইসরায়েলি সামরিক বাহিনী অবস্থান থেকে মাত্র কয়েক মিটার দূরে অবস্থিত। আমরা খাবার নেওয়ার সময় ট্যাঙ্ক ও সাঁজোয়া যান দেখতে পাই। ত্রাণ কেন্দ্রগুলোতে চব্বিশ ঘন্টা সশস্ত্র নজরদারি থাকে।’

অ্যাওয়ার্ড নাইট’ চালু করতে যাচ্ছে বিসিবি ১৯ বছর পর

ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের বুকে নির্বিচারে গুলি

প্রকাশিত : ১১:৪০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

গাজায় ত্রাণের খাবার নেওয়ার সময় নিরস্ত্র বেসামরিক ফিলিস্তিনিদের বুকে গুলি চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

শনিবার (৩১ মে) গাজার হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্যের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, শুক্রবার গাজার একটি ত্রাণ বিতরণ স্থানে খাবার পেতে মরিয়া হয়ে চেষ্টা করার সময় জড়ো হওয়া নিরস্ত্র ফিলিস্তিনিদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ সময় ২০ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।

ত্রাণ বিতরণ কেন্দ্রটি পরিচালনা করে গাজার মানবিক ফাউন্ডেশন বা জিএইচএফ নামের একটি সংস্থা এবং এটি ইসরায়েলের নেটজারিম করিডোরের কাছে অবস্থিত।

এর আগে, চলতি সপ্তাহের শুরুতে খাদ্য বিতরণ কেন্দ্রে প্রবেশের চেষ্টা করার সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে দশজন ফিলিস্তিনি নিহত হন এবং ছবিতে দেখা গেছে, ত্রাণ নিতে আসা অনেককেই খাঁচার মতো লাইনে আটকে রাখা হচ্ছে।

ফিলিস্তিনিরা তাদের পরিবারের জন্য যেকোনো সাহায্য সংগ্রহের জন্য যথাসাধ্য চেষ্টা করছে। তবে, তাদের ইসরায়েলি গুলি এবং সামরিক বাহিনীর সামনে ঝুঁকি নিতে হচ্ছে।

গাজা সিটির বাসিন্দা হানি মাহমুদ বলেছেন, ‘জিএইচএফ দ্বারা পরিচালিত ত্রাণ কেন্দ্রগুলো ইসরায়েলি সামরিক বাহিনী অবস্থান থেকে মাত্র কয়েক মিটার দূরে অবস্থিত। আমরা খাবার নেওয়ার সময় ট্যাঙ্ক ও সাঁজোয়া যান দেখতে পাই। ত্রাণ কেন্দ্রগুলোতে চব্বিশ ঘন্টা সশস্ত্র নজরদারি থাকে।’