দুমকি প্রতিনিধিঃ মহান স্বাধীনতার ঘোষক,বহু দলীয় গনতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির)প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র ও বানিজ্য মন্ত্রী, এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর নির্দেশনায়
দুমকিতে বিএনপির উদ্যাগে আলোচনা,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আসর পীরতলা বাজার জামে মসজিদে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ জসিম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান দিপুর সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। এ সময় তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান সম্পর্কে আলোচনা করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ পরিবারের সকলের সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোঃ সোলাইমান বাদশা, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নকিব মিয়া,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান, জাকির আলম মিলন, সাইদুর রহমান খান, মাইনুল হাসান সোহেল, উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মুছা ফরাজি, উপজেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহবায়ক আবদুল ওহাব, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সুমন শরীফ প্রমূখ।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ
-
ডেস্ক রিপোর্ট
- প্রকাশিত : ০৯:৪৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
- ৭৬ বার দেখা হয়েছে
জনপ্রিয় সংবাদ