ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

গরুর হাটে চাঁদাবাজি বন্দে র‌্যাব এর অভিযান অব্যাহত–লে.কর্ণেল সাজ্জাদ হোসেন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • ২১৫ বার দেখা হয়েছে

মোঃ নুর নবী জনি:-
নারায়ণগঞ্জে সড়ক ও নদী পথে জোরপূর্বক গরুর ট্রাক বা ট্রলারে দুষ্কৃতিকারীরা কোন বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেটির দৃষ্টিগোচর হয় ইতোমধ্যে র‌্যাব-১১ ও পুলিশ অভিযান চালিয়ে ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি এ ধরনের ঘটনা যাতে নাঘটে সেদিকে লক্ষ্য রেখে আইনশৃঙ্খলা জোরদার করা হয়েছে। হাটগুলোতে চাঁদাবাজি বন্ধে ও ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তায় র‌্যাব এর কার্যক্রম চলমান রয়েছে।

মঙ্গলবার দুপুরে পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নাসিক ১০ নং ওয়ার্ড ২নং ঢাকেশ্বরী ইব্রাহিম টেক্সটাইল মিলের বালুর মাঠের অস্থায়ী কুরবানীর পশুর হাট পরিদর্শন শেষে র‌্যাব-১১ এর অধিনায়ক লে.কর্ণেল সাজ্জাদ হোসেন এসব কথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন, হাট ইজারাদার, গণমাধ্যম কর্মী সহ অনেকে।

অ্যাওয়ার্ড নাইট’ চালু করতে যাচ্ছে বিসিবি ১৯ বছর পর

গরুর হাটে চাঁদাবাজি বন্দে র‌্যাব এর অভিযান অব্যাহত–লে.কর্ণেল সাজ্জাদ হোসেন

প্রকাশিত : ১০:০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫

মোঃ নুর নবী জনি:-
নারায়ণগঞ্জে সড়ক ও নদী পথে জোরপূর্বক গরুর ট্রাক বা ট্রলারে দুষ্কৃতিকারীরা কোন বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেটির দৃষ্টিগোচর হয় ইতোমধ্যে র‌্যাব-১১ ও পুলিশ অভিযান চালিয়ে ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি এ ধরনের ঘটনা যাতে নাঘটে সেদিকে লক্ষ্য রেখে আইনশৃঙ্খলা জোরদার করা হয়েছে। হাটগুলোতে চাঁদাবাজি বন্ধে ও ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তায় র‌্যাব এর কার্যক্রম চলমান রয়েছে।

মঙ্গলবার দুপুরে পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নাসিক ১০ নং ওয়ার্ড ২নং ঢাকেশ্বরী ইব্রাহিম টেক্সটাইল মিলের বালুর মাঠের অস্থায়ী কুরবানীর পশুর হাট পরিদর্শন শেষে র‌্যাব-১১ এর অধিনায়ক লে.কর্ণেল সাজ্জাদ হোসেন এসব কথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন, হাট ইজারাদার, গণমাধ্যম কর্মী সহ অনেকে।