ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

বংশাল-তাঁতীবাজার-সদরঘাটে ডিএমপির বিশেষ অভিযান

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • ১২৫ বার দেখা হয়েছে

রাজধানীর জনবহুল বংশাল মোড়, তাঁতীবাজার এবং সদরঘাট এলাকায় সড়ক পরিবহন আইন লঙ্ঘন, অবৈধ পার্কিং এবং যান চলাচলে বিঘ্ন সৃষ্টিকারী অবৈধ মালামাল উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এই অভিযানে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৭টি মামলায় সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে ৫ জনকে কারাদণ্ড ও ২ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, অভিযানের সময় রাস্তায় অবৈধভাবে মালামাল রাখার দায়ে পাঁচজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া দুটি মামলায় দুজনকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

তিনি আরও জানান, কিছু ব্যক্তি অবৈধ মালামাল রেখে পালিয়ে গেলে ম্যাজিস্ট্রেটের নির্দেশে সেসব মালামাল জব্দ করা হয়। একই অপরাধে আরও ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, নগরবাসীর স্বাচ্ছন্দ্যে চলাচল নিশ্চিত করা এবং যানবাহন চলাচলে সৃষ্ট বিঘ্ন দূর করার লক্ষ্যে ডিএমপির এ অভিযান অব্যাহত থাকবে।

অ্যাওয়ার্ড নাইট’ চালু করতে যাচ্ছে বিসিবি ১৯ বছর পর

বংশাল-তাঁতীবাজার-সদরঘাটে ডিএমপির বিশেষ অভিযান

প্রকাশিত : ১২:০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

রাজধানীর জনবহুল বংশাল মোড়, তাঁতীবাজার এবং সদরঘাট এলাকায় সড়ক পরিবহন আইন লঙ্ঘন, অবৈধ পার্কিং এবং যান চলাচলে বিঘ্ন সৃষ্টিকারী অবৈধ মালামাল উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এই অভিযানে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৭টি মামলায় সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে ৫ জনকে কারাদণ্ড ও ২ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, অভিযানের সময় রাস্তায় অবৈধভাবে মালামাল রাখার দায়ে পাঁচজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া দুটি মামলায় দুজনকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

তিনি আরও জানান, কিছু ব্যক্তি অবৈধ মালামাল রেখে পালিয়ে গেলে ম্যাজিস্ট্রেটের নির্দেশে সেসব মালামাল জব্দ করা হয়। একই অপরাধে আরও ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, নগরবাসীর স্বাচ্ছন্দ্যে চলাচল নিশ্চিত করা এবং যানবাহন চলাচলে সৃষ্ট বিঘ্ন দূর করার লক্ষ্যে ডিএমপির এ অভিযান অব্যাহত থাকবে।