ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

এক জন বেঁচে গেলেন ২৪২ আরোহীর মধ্যে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:৩৩:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ৪৬ বার দেখা হয়েছে

ঘটনাটিকে রীতিমতো অলৌকিকই বলতে হবে। কারণ ঘণ্টাখানেক আগেই ভারতের আহমেদাবাদে পুলিশ কমিশনার জানিয়েছিলেন, বিধ্বস্ত এয়ার ইন্ডিয়ার বিমানের কোনো আরোহী বেঁচে নেই। আর ঘণ্টাখানেক পরে সেই কমিশনারই জানালেন ২৪২ আরোহীর মধ্যে মাত্র এক জন বেঁচে গেছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১টা ৩৯ মিনিটে আহমেদাবাদের সর্দার বল্লভভাই পেটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এআই-১৭১ বিমানটি। এর এক মিনিটেরও কম সময়ের মধ্যে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বিমানটি চিকিৎসকদের হোস্টেলে বিধ্বস্ত হয়।

পুলিশ কমিশনার জি.এস. মালিক জানিয়েছেন, বিমানের এক জন যাত্রী জীবিত বলে জানা গেছে। তিনি  ১১-এ আসনের যাত্রী ছিলেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

অ্যাওয়ার্ড নাইট’ চালু করতে যাচ্ছে বিসিবি ১৯ বছর পর

এক জন বেঁচে গেলেন ২৪২ আরোহীর মধ্যে

প্রকাশিত : ১২:৩৩:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫

ঘটনাটিকে রীতিমতো অলৌকিকই বলতে হবে। কারণ ঘণ্টাখানেক আগেই ভারতের আহমেদাবাদে পুলিশ কমিশনার জানিয়েছিলেন, বিধ্বস্ত এয়ার ইন্ডিয়ার বিমানের কোনো আরোহী বেঁচে নেই। আর ঘণ্টাখানেক পরে সেই কমিশনারই জানালেন ২৪২ আরোহীর মধ্যে মাত্র এক জন বেঁচে গেছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১টা ৩৯ মিনিটে আহমেদাবাদের সর্দার বল্লভভাই পেটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এআই-১৭১ বিমানটি। এর এক মিনিটেরও কম সময়ের মধ্যে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বিমানটি চিকিৎসকদের হোস্টেলে বিধ্বস্ত হয়।

পুলিশ কমিশনার জি.এস. মালিক জানিয়েছেন, বিমানের এক জন যাত্রী জীবিত বলে জানা গেছে। তিনি  ১১-এ আসনের যাত্রী ছিলেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।