ঢাকা ১০:৪১ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

প্রায় ১০০ ড্রোন ছুড়ল ইরান ইসরায়েলকে লক্ষ্য করে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:৩০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • ১৩৬ বার দেখা হয়েছে

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ১০০ ড্রোন ছুড়েছে ইরান। শনিবার (১৪ জুন) মধ্যরাতে এ মিসাইলগুলো ছোড়ে তেহরান। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, মিসাইলগুলো এখন ইসরায়েলের দিকে আসছে। আর পুরো ইসরায়েলজুড়েই এখন সতর্কতামূলক সাইরেন বাজছে।

ইসরায়েলি সামরিক বাহিনী আজ শুক্রবার এই তথ্য জানিয়ে বলেছে, তারা এসব ইরানি ড্রোন ভূপাতিত করতে কাজ করছে।

এর আগে আজ ভোররাতে ইরানের বিভিন্ন স্থানে আকাশপথে হামলা চালায় ইসরায়েল।

ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন সাংবাদিকদের বলেন, ‘ইসরায়েলের ভূখণ্ডের দিকে প্রায় ১০০টি ড্রোন পাঠিয়েছে ইরান, যেগুলো আমরা প্রতিহত করার চেষ্টা করছি।’

প্রায় ১০০ ড্রোন ছুড়ল ইরান ইসরায়েলকে লক্ষ্য করে

প্রকাশিত : ১২:৩০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ১০০ ড্রোন ছুড়েছে ইরান। শনিবার (১৪ জুন) মধ্যরাতে এ মিসাইলগুলো ছোড়ে তেহরান। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, মিসাইলগুলো এখন ইসরায়েলের দিকে আসছে। আর পুরো ইসরায়েলজুড়েই এখন সতর্কতামূলক সাইরেন বাজছে।

ইসরায়েলি সামরিক বাহিনী আজ শুক্রবার এই তথ্য জানিয়ে বলেছে, তারা এসব ইরানি ড্রোন ভূপাতিত করতে কাজ করছে।

এর আগে আজ ভোররাতে ইরানের বিভিন্ন স্থানে আকাশপথে হামলা চালায় ইসরায়েল।

ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন সাংবাদিকদের বলেন, ‘ইসরায়েলের ভূখণ্ডের দিকে প্রায় ১০০টি ড্রোন পাঠিয়েছে ইরান, যেগুলো আমরা প্রতিহত করার চেষ্টা করছি।’