করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় এই মৃত্যুর ঘটনা ঘটে। একই সময়ে নতুন করে ১৮ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসটি শনাক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) স্বাস্থ্য সেবা বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩১২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫.৭৭%।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মৃত ব্যক্তিদের একজন নারী ও একজন পুরুষ। তারা ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। তাদের একজনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। অপরজনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে। তাদের একজন বাসায় ও অপরজন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থেকে মারা গেছেন।
এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৫১,৮৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মারা গেছেন ৭ জন। আর দেশে ভাইরাসটিতে মোট মৃত্যু হয়েছে ২৯,৫০৬ জনের।