রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে তাকে হাসপাতালে আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এদিন সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশে রওনা দেন।
সবশেষ গত বছরের ১২ সেপ্টেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। হাসপাতালে চিকিৎসা নিয়ে ১৮ সেপ্টেম্বর বাসায় ফেরেন এই রাজনীতিক।
প্রসঙ্গত, উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন খালেদা জিয়া। পরদিন হিথরো বিমানবন্দরে তাকে স্বাগত জানান বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পরিবারের অন্য সদস্যরা।
সেখান থেকে সরাসরি দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি হন খালেদা জিয়া। ১৭ দিন চিকিৎসার পর তারেক রহমানের বাসায় ওঠেন তিনি। পরে সেখানেই তার চিকিৎসা চলে।
চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন খালেদা জিয়া।