ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

সচেতনতা জরুরি জলাবদ্ধতা রোধে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:৪৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • ২১ বার দেখা হয়েছে

চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা নিরসনে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি নাগরিকদের মধ্যে সচেতনতা তৈরি করা জরুরি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

শুক্রবার (২০ জুন) ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে বাকলিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সংযোগ সড়ক সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বিদ্যালয়ের সামনের চাক্তাই ডাইভারশন খালের ওপর ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, এ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তির অন্যতম কারণ ছিল ভেঙে যাওয়া এই ব্রিজ। এটি পুনরায় নির্মাণ করা হয়েছে। সংযোগ সড়কের উন্নয়নও ধাপে ধাপে সম্পন্ন করা হবে।

চাক্তাই ডাইভারশন খাল প্রসঙ্গে শাহাদাত হোসেন বলেন, নিয়মিত খাল খনন ও পরিষ্কার রাখতে হবে। সবাই যদি খালে ময়লা-আবর্জনা না ফেলে এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো যায়, তাহলে বাকলিয়ার জলাবদ্ধতা অনেকটা কমে যাবে।

মেয়র বলেন, জলাবদ্ধতা রোধে নাগরিকদের সচেতন হওয়া জরুরি। এই শহর আমাদের সবার, পরিচ্ছন্ন রাখার দায়িত্বও সবার। বাজারের আশপাশে ফুটপাত ও খালপাড়ে পসরা বসানো ঠেকাতে নিয়মিত অভিযান চালানো হবে। পুনর্বাসনের পরও যারা নিয়ম ভাঙবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, আমরা কেবল অবকাঠামো উন্নয়নে সীমাবদ্ধ থাকতে চাই না। নগরবাসীর মধ্যে সচেতনতা তৈরিই আমাদের প্রধান লক্ষ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন।

জনপ্রিয় সংবাদ

রেকর্ড সংখ্যক কনটেইনার হ্যান্ডলিং চট্টগ্রাম বন্দরে

সচেতনতা জরুরি জলাবদ্ধতা রোধে

প্রকাশিত : ১১:৪৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫

চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা নিরসনে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি নাগরিকদের মধ্যে সচেতনতা তৈরি করা জরুরি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

শুক্রবার (২০ জুন) ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে বাকলিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সংযোগ সড়ক সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বিদ্যালয়ের সামনের চাক্তাই ডাইভারশন খালের ওপর ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, এ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তির অন্যতম কারণ ছিল ভেঙে যাওয়া এই ব্রিজ। এটি পুনরায় নির্মাণ করা হয়েছে। সংযোগ সড়কের উন্নয়নও ধাপে ধাপে সম্পন্ন করা হবে।

চাক্তাই ডাইভারশন খাল প্রসঙ্গে শাহাদাত হোসেন বলেন, নিয়মিত খাল খনন ও পরিষ্কার রাখতে হবে। সবাই যদি খালে ময়লা-আবর্জনা না ফেলে এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো যায়, তাহলে বাকলিয়ার জলাবদ্ধতা অনেকটা কমে যাবে।

মেয়র বলেন, জলাবদ্ধতা রোধে নাগরিকদের সচেতন হওয়া জরুরি। এই শহর আমাদের সবার, পরিচ্ছন্ন রাখার দায়িত্বও সবার। বাজারের আশপাশে ফুটপাত ও খালপাড়ে পসরা বসানো ঠেকাতে নিয়মিত অভিযান চালানো হবে। পুনর্বাসনের পরও যারা নিয়ম ভাঙবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, আমরা কেবল অবকাঠামো উন্নয়নে সীমাবদ্ধ থাকতে চাই না। নগরবাসীর মধ্যে সচেতনতা তৈরিই আমাদের প্রধান লক্ষ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন।