ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) বাথরুমের ভেন্টিলেটর ভেঙে ফাতেমা (১৪) নামে এক কিশোরীর পালানোর ঘটনা ঘটেছে। সে খিলগাঁও থানার একটি অপহরণ মামলায় (মামলা নং-৬৫) ফরেনসিকের জন্য ঢাকা মেডিকেলের ওসিসিতে ভর্তি ছিল।
শনিবার (২১ জুন) বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে। পরে ওসিসি থেকে বিষয়টি খিলগাঁও থানা পুলিশকে জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসিসির চিকিৎসক তইয়্যাবা সুলতানা। তিনি বলেন, শুক্রবার খিলগাঁও থানা পুলিশ তাকে আমাদের এখানে দিয়ে যায়। আজ বিকেলের দিকে সে বাথরুমে যায়, তাকে ডাকাডাকি করলেও সে দরজা খোলে না। পরে দরজা খুলে দেখা যায় সে বাথরুমের ভেন্টিলেটর ভেঙে পালিয়ে গেছে। আমরা বিষয়টি থানা পুলিশকে জানিয়েছি।
এ বিষয়ে জানতে চাইলে খিলগাঁও থানার রূপক পরিদর্শক (এসআই) আবু সায়েম বলেন, গতকাল খিলগাঁও থানায় একটি অপহরণ মামলা হয়। পরে আমরা ফাতেমা নামে ওই কিশোরীকে পাশের বাড়ির ফয়সালের বাসা থেকে উদ্ধার করি। আমরা গতকাল (শুক্রবার) তাকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে পাঠাই। আজ সন্ধ্যার পর জানতে পারি সে হাসপাতালের বাথরুমের ভেন্টিলেটর দিয়ে পালিয়ে গেছে। এই ঘটনায় আমরা খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি।
তিনি আরও বলেন, পাশের ফয়সাল নামে এক ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই ফয়সালের বয়স ১৮। গত কয়েকদিন আগেও ফাতেমা ফয়সালের বাসায় চলে যায়। পরে সেখান থেকে থানা পুলিশের মাধ্যমে ওই মেয়েকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর ওই মেয়ে আবার ফয়সালের বাসায় চলে যায়। ফাতেমার বাবা-ভাই থানায় এসে ফয়সালসহ তাদের পরিবারের কয়েকজনের নামে অপহরণের মামলা দেন। গতকাল সেই মামলায় ওই কিশোরীকে উদ্ধার করে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে পাঠাই। আমরা বিষয়টি ওই মেয়ের পরিবারকে জানিয়েছি।