খুলনায় একই রাতে পৃথক দু’টি স্থানে দুইজনকে খুন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) রাতে রূপসা উপজেলার রাজাপুর গ্রামে গুলি করে সাব্বির (২৭) নামে এক যুবককে হত্যা করা হয়।
একই রাতে নগরীর হরিণটানার রাজবন্ধ এলাকার দক্ষিণ পাড়ায় বাবলু দত্ত (৫০) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে রূপসা উপজেলার রাজাপুর গ্রামের পপুলার এলাকার সোহাগের বাড়িতে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তের গুলিতে সাব্বিরের মৃত্যু হয় এবং সাদ্দাম নামে আরেক যুবকের মাথার পেছনে একটি গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় সাদ্দামকে চিকিৎসার জন্য স্থানীয়রা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে ওই বাড়ির মধ্যে একজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।
রাজাপুর ক্যাম্পের ইনচার্জ এসআই আশরাফুল আলম বলেন, নিহত এবং আহত দু’জনই খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সদস্য। সাব্বির এবং সাদ্দামসহ আরও অনেক যুবক ওই বাড়িতে অবস্থান করছিল। রাত ৯টার দিকে ৫-৭ জন দুর্বৃত্তর সশস্ত্র অবস্থায় তাদের ওপর আক্রমণ করে। দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময়ে একটি গুলি সাব্বিরের মাথার পেছন থেকে ভেদ করে চোখ দিয়ে বের হয়ে যায় এবং একটি গুলি সাদ্দামের মাথার পেছনে বিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে দু’ রাউন্ড তাজা গুলি এবং দু’টি গুলির খোসা উদ্ধার করা হয়। রাতে সাব্বিরের লাশের সুরাতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
অপরদিকে বৃহস্পতিবার রাত ৮টার দিকে নগরীর হরিণটানা রাজবন্ধ এলাকার দক্ষিণ পাড়ায় বাবলু দত্ত (৫০) নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত বাবুল দত্ত দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা অমূল্য দত্তের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বাইরের কাজ শেষ করে বাবলু দত্ত মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। এ সময়ে কয়েকজন দুর্বৃত্ত গতিরোধ করে ফাঁকা একটি প্লটের মধ্যে নিয়ে যায়। প্লটের মধ্যে নিয়ে গিয়ে তাকে জবাই করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। পরবর্তীতে রাত সাড়ে ১০টার দিকে পুলিশকে খবর দেওয়া হয়।
হরিণটানা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ খায়রুল বাসার বলেন, ধারালো ছুরি দিয়ে তাকে হত্যা করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ডেস্ক রিপোর্ট 























