পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলায় বিএনপির দীর্ঘ ২২ বছর পর পূর্ণাঙ্গ কমিটি গঠিত হওয়ায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এক দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) রাত ৯টার দিকে পটুয়াখালীর বাউফলে কালাইয়া ইউনিয়নে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে এ দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো.জসিম আহম্মেদ তুহিনের সভাপতিত্বে এবং ইমাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মোঃ রিয়াজ উদ্দিন বাদশা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোঃ রিয়াজ আহম্মেদ। এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আতাহার উদ্দিন সিকদার প্রমুখ। দোয়া মিলাদ অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ওই সময় বক্তারা বলেন, এই নতুন কমিটি পটুয়াখালীর রাজনৈতিক অঙ্গনে নবজাগরণ সৃষ্টি করবে এবং তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম আরও বেগবান হবে।